Advertisement
Advertisement

মেট্রো স্টেশনে বছরভর শোভা পাবে কলকাতার দুর্গা

পরের বছর মণ্ডপের একাংশও কেনা হতে পারে!

Metro Station Of Kolkata Now Preserve Durga Idols
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 15, 2016 12:05 pm
  • Updated:October 15, 2016 12:05 pm

স্টাফ রিপোর্টার: মেট্রো স্টেশনে শোভা পাবে এবার দুর্গা৷ সারা বছর ধরে তা দেখবেন নিত্যযাত্রীরা৷ সাধারণ মানুষের জন্য মেট্রো কর্তৃপক্ষ এসপ্ল্যানেড স্টেশনে রাখছে মা দুর্গার মূর্তি৷
শুক্রবার শোভাযাত্রা শেষে আহিরীটোলার ঠাকুর নিয়ে আসা হল এসপ্ল্যানেড স্টেশনে৷ এই মূর্তিটাই রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে৷ পরে একটি পুজো কমিটির প্রতিমা এবং একটি মণ্ডপের একাংশও কেনা হতে পারে৷

ahiritola1_web
আহিরীটোলা সার্বজনীনের সেই প্রতিমা

অতীতে মেট্রোর তরফে এভাবে কখনও প্রতিমা কেনা হয়নি৷ মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বলেন, এরকম একটি উদ্যোগ নেওয়া শুরু হয়েছে৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement