Advertisement
Advertisement

Breaking News

বিজেপি

‘রাজ্যকে এড়িয়ে দিল্লিতে যোগদান নয়’, কড়া বার্তা শীর্ষ বিজেপি নেতার

চলতি মাসেই রাজ্যে আসছেন বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডা, আগস্টে অমিত শাহ।

Mission 2021: BJP's working president JP Nadda likely to visit West Bengal

ফাইল ছবি

Published by: Tanujit Das
  • Posted:July 15, 2019 8:56 pm
  • Updated:July 15, 2019 9:21 pm

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: অন্য দল, তথা তৃণমূলের নেতাদের মধ্যে দিল্লিতে গিয়ে যোগদানের যে প্রবণতা তৈরি হয়েছে, এবার তাতে রাশ টানতে চাইছে রাজ্য বিজেপি৷ জেলা ও রাজ্য নেতৃত্বকে এড়িয়ে দিল্লিতে যোগদান নয়, এমনটাই সাফ জানাচ্ছে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। দলীয় সূত্রে খবর, যারা ইতিমধ্যেই দিল্লিতে যোগদান করেছেন, তাঁদের রাজ্য পার্টির সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷ বলা হয়েছে, রাজ্য পার্টির নির্দেশ-নিয়ম মেনে চলতে হবে।

এ প্রসঙ্গে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) সুব্রত চট্টোপাধ্যায় জানান, স্থানীয় নেতৃত্বকে এড়িয়ে যারা যোগদান করবেন, তারা রাজনীতি বা সংগঠন করতে পারবেন না। অর্থাৎ এটাই স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, বাংলায় রাজনীতি করতে হলে জেলা বা রাজ্য অফিসকে সঙ্গে নিয়ে করতে হবে। অন্যদিকে ২০২১-কে নজরে রেখে এবং নেতাদের পরামর্শ দিতে, একদিনের জন্য রাজ্য সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় কার্যকরী সভাপতি জে পি নাড্ডা। ১০ আগস্ট পশ্চিমবঙ্গে আসবেন তিনি। যোগ দেবেন রাজ্য কমিটির বৈঠকে। পাশাপাশি দলের কোর কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকও করবেন। শুধু তাই নয়, বেলুড়মঠ, স্বামী বিবেকানন্দ ও নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়িতেও যাবেন শ্রদ্ধা জানাতে। আর নাড্ডার রাজ্য সফরের কিছুদিনের মধ্যেই বাংলায় আসবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সূত্রের খবর, আগস্টের শেষেই পশ্চিমবঙ্গে একটি জনসভা করবেন শাহ।

Advertisement

[ আরও পড়ুন: মেট্রো দুর্ঘটনা নিয়ে সংসদে সরব তৃণমূল, যান্ত্রিক গোলযোগ বলে উড়িয়ে দিলেন দিলীপ ]

Advertisement

৪২-এর মধ্যে ১৮। সাফল্যের হার প্রায় ৪৫ শতাংশ। বৃদ্ধির হার একলাফে ৯ গুণ। পরিসংখ্যানের নিরিখে এবারের লোকসভা নির্বাচনে এটাই রাজ্য বিজেপির মার্কশিট। চোখ ধাঁধানো এই রেজাল্টের কারণে নয়াদিল্লির পণ্ডিত দিনদয়াল উপাধ্যায় মার্গের নজর এখন বাংলায়। লোকসভা নির্বাচনের এই ব্যাপক সাফল্যের পর এবার ‘মিশন ২০২১’৷ মুরলীধর সেন লেন সূত্রে খবর, পুজোর পর থেকেই এ রাজ্যে আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঘুঁটি সাজাতে শুরু করে দেবে গেরুয়া শিবির। দলীয় সূত্রে খবর, লোকসভা নির্বাচনে যে ফর্মুলায় সাফল্য এসেছে, সেই একই ফর্মুলাকে অনুসরণ করে তৈরি হচ্ছে ‘মিশন ২০২১’-এর রুট ম্যাপ। বর্তমানে সারা দেশের মতো এ রাজ্যেও চলছে বিজেপির সদস্য সংগ্রহের কাজ। ঠিক সদস্য সংগ্রহের কাজ শেষ হওয়ার মুহূর্তেই ১০ আগস্ট রাজ্যে আসছেন জে পি নাড্ডা। দলের সংগঠন নিয়ে বিস্তারিত আলোচনা করবেন রাজ্য কমিটির সদস্যদের সঙ্গে। আগামিদিনে কোন পথে আন্দোলন হবে সেই রূপরেখা তৈরির, পাশাপাশি দলীয় রণকৌশলও ঠিক করে দেবেন তিনি।

[ আরও পড়ুন: কোন শর্তে সংরক্ষণ আর্থিকভাবে দুর্বল নাগরিকদের? বিজ্ঞপ্তি দিয়ে জানাল রাজ্য ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ