Advertisement
Advertisement

Breaking News

বিধানসভার ব্যাঙ্কে এক লক্ষের বেশি জমা দিতে পারবেন না বিধায়করা

হবে না কোনও এক্সচেঞ্জও৷

MLA can deposit only one lacs in SBI branch located near west bengal state assembly
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 11, 2016 10:42 am
  • Updated:November 11, 2016 10:42 am

রাহুল চক্রবর্তী: বিধায়কদের যত টাকাই থাকুক, বিধানসভার এসবিআই ব্যাঙ্কের শাখায় জমা দেওয়া যাবে না এক লক্ষ টাকার বেশি৷ ব্যাঙ্কের কাচের দরজায় সাদা কাগজে তা লিখে জানিয়েও দেওয়া হয়েছে৷ হবে না কোনও এক্সচেঞ্জও৷

ব্যাঙ্কের শাখা আছে৷ আছে ডাকঘরও৷ দুটোর মধ্যে দূরত্ব তিন থেকে চার পা৷ গোটা দেশের মানুষ যখন টাকা ভাঙাতে ছুটছে ব্যাঙ্ক-পোস্ট অফিসে, সেখানে ব্রাত্য নন বিধায়করাও৷ কিন্তু অন্য ছবি পশ্চিমবঙ্গ বিধানসভায়৷ একটি এসবিআই ব্যাঙ্কের অ্যাকাউন্ট রয়েছে বিধানসভায়৷ একেবারে উল্টো দিকের ঘরেই রয়েছে পোস্ট অফিস৷ সাধারণত বিধায়ক, প্রাক্তন বিধায়ক, বিধানসভার কর্মীরাই বিধানসভার এসবিআই ব্যাঙ্কের শাখা ব্যবহার করেন৷ একটা খবর রটে গিয়েছিল, অনেক বিধায়কই নাকি কয়েক লক্ষ টাকা বিধানসভার ভিতর ‘সেফ জোনে’ থাকা এই ব্যাঙ্কে জমা দিতে পারেন৷ এমনকী, বুধবার বিধানসভায় আসা বিধায়করা রসিকতার ছলে এই গল্পও করেছেন, ‘আজ কত জমা দিলেন’৷

Advertisement

যেমন, কংগ্রেস বিধায়ক নেপাল মাহাতো জানালেন, “১২ হাজার টাকা জমা দিলাম৷ শুনলাম অনেক বিধায়ক আমার থেকে কয়েক গুণ টাকা জমা দিয়েছেন৷” বিধানসভার এসবিআই ব্যাঙ্কের শাখায় দিনভর ভিড় ছিল মোটামুটি৷ কিন্তু যে বিধায়ক কিংবা বিধানসভার কর্মীরা টাকা ভাঙাতে এসেছিলেন, তাঁদের নিরাস হয়েই ফিরতে হয়েছে৷ ব্যাঙ্কে হয়নি কোনও এক্সচেঞ্জ৷ শুধু ৫০০ ও ১০০০ টাকার নোট জমা দেওয়া এবং টাকা তোলার কাজ হয়েছে৷ ফলে এক্সচেঞ্জ করাতে এসে পুরনো টাকা নিয়েই ফিরতে হয়েছে৷ আর গোদের উপর বিষফোড়া ব্যাঙ্কের একটি নির্দেশ৷ যাঁরা লাখ টাকার বেশি জমা দিতে এসেছিলেন, তাঁদের ব্যাঙ্কের গেটের দরজা থেকেই ফিরতে হয়েছে৷ দরজায় সাদা কাগজে লেখা, “এক লক্ষ টাকা পর্যন্ত এই শাখায় জমা নেওয়া হবে৷ টাকা অধিক হলে পার্শ্ববর্তী হাই কোর্টের শাখায় যান৷” কিন্তু কেমন নির্দেশ? ব্যাঙ্কের আধিকারিক জানালেন, এই শাখায় স্থায়ী কর্মী মাত্র একজন৷ ফলে যাতে অসুবিধা না হয় তাই পাশের শাখায় যেতে বলা হয়েছে৷ তবে অন্য ব্যাঙ্ক, পোস্ট অফিসের তুলনায় বিধানসভার ব্যাঙ্ক ও পোস্ট অফিসে ভিড় ছিল কম৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ