Advertisement
Advertisement

Breaking News

Humayun Kabir

বেলডাঙায় বাবরি মসজিদ চান হুমায়ুন কবীর

জমি বিক্রি করে এক কোটি টাকা দেবেন বলেও জানালেন বিধায়ক।

MLA Humayun Kabir says, he will make Babri Masjid in beldanga
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 9, 2024 11:35 pm
  • Updated:December 9, 2024 11:35 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বেলডাঙায় বাবরি মসজিদ তৈরি করতে চান ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। সোমবার বিধানসভায় দাঁড়িয়ে একথা নিজেই জানালেন তিনি। কেন এমনটা চাইছেন, তার ব্য়াখ্যাও দেন। কাজ শুরুর দিনক্ষণও জানিয়ে দিয়েছেন বিধায়ক।

আগে বহু জলসায় বাবরি মসজিদ তৈরির কথা শোনা গিয়েছে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের মুখে। এবার বিধানসভায় সেকথা বললেন তিনি। সোমবার হুমায়ুন বলেন, “বেলডাঙায় বাবরি মসজিদ তৈরি করব। ২০২৫ সালের ৬ ডিসেম্বর থেকে কাজ শুরু হবে। আমার নিজের জমি বিক্রি করে ১ কোটি টাকা দেব।” তাঁর কথায়, গোটা মুর্শিদাবাদ এলাকার ৭৫ শতাংশ মানুষই মুসলিম সম্প্রদায়ের। তাঁদের ভাবাবেগকে স্বীকৃতি দিতেই এই মসজিদ তৈরির সিদ্ধান্ত। একটি ট্রাস্ট তৈরি করে মসজিদের কাজ করবেন বলে জানালেন বিধায়ক। আমন্ত্রণ জানাবেন মুখ্যমন্ত্রীকে।

Advertisement

উল্লেখ্য, বেফাঁস মন্তব্যের জেরে বিগত কিছুদিন ধরেই শিরোনামে হুমায়ুন কবীর। নীতি অমান্য করে বার বার প্রকাশ্যে দলের বিরুদ্ধে মুখ খুলেছেন তিনি। যার জেরে খোদ মুখ্যমন্ত্রী তাঁকে ধমক দিয়েছেন। দুবার শোকজও করা হয়েছে। পরবর্তীতে ভুল স্বীকার করে নিয়েছেন হুমায়ুন। এসবের মাঝে এবার বেলডাঙায় বাবরি মসজিদ তৈরির ইচ্ছেপ্রকাশ করে শিরোনামে হুমায়ুন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement