Advertisement
Advertisement
Mamata Banerjee

নিজের এলাকায় রথযাত্রা উদযাপন করতে হবে বিধায়কদের, নির্দেশ মুখ্যমন্ত্রীর

এদিন দিঘার মন্দির, জগন্নাথ-বলরাম-সুভদ্রা ফ্রেমবন্দি ছবি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়।

MLAs must celebrate Rath Yatra in their own areas, Mamata Banerjee orders
Published by: Suhrid Das
  • Posted:June 16, 2025 5:31 pm
  • Updated:June 16, 2025 6:39 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: চলতি মাসেই রথযাত্রা। দিঘায় রথযাত্রা উপলক্ষ্যে জগন্নাথ দেবের মন্দিরে সাজো সাজো রব। লক্ষ লক্ষ ভক্তের সমাগম হচ্ছে দিঘায়। সেই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এদিন নির্দেশ দিলেন সব বিধায়ককে রথযাত্রা (Rath Yatra) উদযাপন করতে হবে। আগামী ২৭ জুন রথযাত্রা। ওই দিন সব বিধায়ক নিজের এলাকায় উপস্থিত থাকবেন। প্রত্যেক বিধানসভা এলাকায় রথযাত্রা হবে। সেখানেই থাকবেন তাঁরা। এদিন বিধানসভায় মন্ত্রিসভার বৈঠক হয়। সেখানেই এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advertisement

প্রভু জগন্নাথের রথযাত্রা নিয়ে রাজ্যে এই বছর বাড়তি উৎসাহ দেখা যাচ্ছে বলে মত ওয়াকিবহাল মহলের। এপ্রিল মাসের শেষে দিঘায় জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির উদ্বোধন করেছিলেন। দিঘাতে এই বছর প্রথম রথযাত্রা বেরবে জগন্নাথ, বলরাম, শুভদ্রার। সেই যাত্রা নিয়ে মন্দির কর্তৃপক্ষের ব্যবস্থা তুঙ্গে। প্রশাসনও চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রভু জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে মাসিরবাড়ি যাবেন। সেই মাসিরবাড়ি এলাকা সাজগোজের ব্যবস্থা চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার রথযাত্রার দিন দিঘায় থাকবেন। মুখ্যমন্ত্রী রথের রশি টেনে সেই যাত্রার সূচনা করবেন বলেই খবর।

mamata banerjee on rath yatra
মুখ্যমন্ত্রীর হাতে দিঘার মন্দিরের ফ্রেমবন্দি ছবি তুলে দিচ্ছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। নিজস্ব চিত্র

দিঘায় মন্দিরের পাশের রাস্তার দু’পাশে ব্যারিকেড থাকবে। তার ভিতরেই থাকবে সাধারণ মানুষ। কিন্তু সকলে যাতে রথের দড়ি ছুঁতে পারেন, সেই ব্যবস্থা করবে প্রশাসন। রথের দিন দিঘায় মন্ত্রীদের মধ্যে থাকতে পারেন অরূপ রায়, চন্দ্রিমা ভট্টাচার্য, ইন্দ্রনীল সেন, সুজিত বসুরা। উল্টো রথের সময় দিঘা যেতে পারেন মন্ত্রী-বিধায়কদের একটা বড় অংশ। সেকথাও এদিন জানা গিয়েছে। মন্ত্রিসভার সেই বৈঠক চলাকালীন বিধায়কদের নিজের এলাকায় রথযাত্রা উদযাপন করার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, দিঘার মন্দির, জগন্নাথ-বলরাম-সুভদ্রা ফ্রেমবন্দি ছবি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর হাতে সেই ছবি উপহার হিসেবে তুলে দেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সেটি দেখে খুশি হন মুখ্যমন্ত্রী।  ওই ছবিটি মুখ্যমন্ত্রী নবান্নে রাখবেন বলে জানিয়েছেন। এছাড়াও বিধানসভাতেও এই ছবি থাকবে। সব বিধায়ককেও এই ছবি রাখতে বলা হয়েছে।

প্রসঙ্গত, প্রতি বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার ইস্কনের রথযাত্রার সূচনা করেন। দক্ষিণ কলকাতা থেকে সেই রথযাত্রার সূচনা হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement