Advertisement
Advertisement

Breaking News

lung transplant

কঠিন রোগে আক্রান্ত ১৬ বছরের কিশোর, চিকিৎসার খরচ ৪৩ লক্ষ! সাহায্য করুন আপনিও

অর্থ সাহায্যের জন্য রইল বিস্তারিত তথ্য।

Mother seeks help to raise fund of 43 lacs for lung transplant of her son | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:May 26, 2023 5:39 pm
  • Updated:May 26, 2023 7:20 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কঠিন রোগ অল্প বয়সেই আষ্টেপৃষ্ঠে ধরেছে। তাই লেখাপড়া, হেসে-খেলে বেড়ানোর বয়সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ১৬ বছরের স্বপ্নিল বিশ্বাস। দ্রুত ফুসফুস প্রতিস্থাপন না করলে কঠিন হবে বাঁচার লড়াই। কিন্তু সেই পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বিপুল পরিমাণ অর্থ। স্বপ্নিলের অসহায় অভিভাবকদের এখন একমাত্র ভরসা আপনারা। সকলের কাছে সাহায্যের আরজি জানাচ্ছেন তাঁরা।

স্বপ্নিলের দিদি শ্রেয়সী বিশ্বাস জানাচ্ছেন, ছোটবেলা থেকেই শ্বাসকষ্ট ছিল তাঁর ভাইয়ের। ধীরে ধীরে যে সমস্যা বেড়েছে। বর্তমানে কলকাতায় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ECMO মেশিনের সাপোর্টে রয়েছে স্বপ্নিল। চিকিৎসকরা জানিয়েছেন, স্বপ্নিলকে সুস্থ করে তুলতে দ্রুত ফুসফুস প্রতিস্থাপন (lung transplant) প্রয়োজন। তবে এর জন্য খরচ পড়বে ৪৩ লক্ষ টাকা। এই পরিমাণ অর্থ জোগাড় করতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত পরিবার। ইতিমধ্যেই নিজেদের যাবতীয় সঞ্চয় শেষ করে ফেলেছেন তাঁরা। তাই সকলের কাছে স্বপ্নিলের বাড়ির লোকেদের আরজি, এই কঠিন পরিস্থিতিতে তাঁদের পাশে দাঁড়ান। সাধ্যমতো আর্থিক সাহায্য করে স্বপ্নিলকে নতুন জীবন দান করুন।

Advertisement

[আরও পড়ুন: ‘অভিষেককে ব্যক্তিগতভাবে চিনি না, কষ্টে চিঠি লিখেছি’, সিবিআই জেরায় দাবি কুন্তলের]

জলে ভিজেছে দিদির চোখ। বলছেন, “আপনার প্রতিটা পয়সা ১৬ বছরের স্বপ্নিলকে বাঁচার স্বপ্ন দেখাবে, লড়াই করতে শক্তি জোগাবে। আমাদের আশীর্বাদ করবেন,আমাদের পাশে থাকবেন, এই যুদ্ধটা আমাদের জিততেই হবে।”

Advertisement

আপনিও আর্থিক সাহায্য করে স্বপ্নিলের পাশে থাকতে পারেন। অর্থ সাহায্যের জন্য নিচে রইল বিস্তারিত তথ্য।

ব্যাংক ট্রান্সফার:
শর্বানী বিশ্বাস (Sarbani Biswas)
কানাড়া ব্যাংক, চাপাডালি মোড় শাখা
অ্যাকাউন্ট নম্বর: 4976101003800
আইএফএসসি কোড: CNRB0004976
UPI ট্রান্সফার:
6290126702@ybl
এছাড়াও:
জিপে/ ফোন পে/ পেটিএম: 6290126702
বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে: https://www.impactguru.com/fundraiser/help-swapnil-biswas

[আরও পড়ুন: রাজনৈতিক বাধ্যবাধকতা! নতুন সংসদের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে ছোটবড় ২৫টি দল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ