Advertisement
Advertisement

Breaking News

গ্রেফতারির আশঙ্কায় হাই কোর্টে নারদা কর্তা

আদালতে মামলাটি বিচারাধীন, এই কারণ দেখিয়ে ম্যাথু বারবার জেরা এড়িয়ে গিয়েছেন৷

Narada head Samuel went to High Court to the process of getting impriosoned
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 26, 2016 10:13 am
  • Updated:August 5, 2019 3:20 pm

স্টাফ রিপোর্টার: গ্রেফতারি এড়াতে কলকাতা হাই কোর্টে আবেদন জানালেন নারদা কর্তা ম্যাথু স্যামুয়েল৷ সোমবার ম্যাথুর আইনজীবী অরুণাভ ঘোষ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন করেন৷ নারদাকর্তাকে তলব করেছে কলকাতা পুলিশ৷ কিন্তু বিভিন্ন কারণ দেখিয়ে তিনি লালবাজারে যাননি৷ পুলিশের আবেদনের ভিত্তিতে ব্যাঙ্কশাল কোর্ট ইতিমধ্যে ম্যাথুকে লালবাজারে যাওয়ার নির্দেশ দিয়েছে৷ জেরার পর তাঁকে গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি৷ এদিন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে ম্যাথুর আইনজীবী আবেদন করেন৷ যদিও সেই আবেদন গৃহীত হয়নি৷ নারদা কর্তার বক্তব্য নতুন করে আবেদন করার কথা বলেছে আদালত৷ বুধবার মামলাটির শুনানি হতে পারে৷

প্রসঙ্গত, কলকাতা পুরসভার মেয়র শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায় ম্যাথুর বিরুদ্ধে নিউমার্কেট থানায় এফআইআর করেছিলেন৷ মেয়রের স্ত্রীর অভিযোগ, তাঁর স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে৷ সেই অভিযোগের প্রেক্ষিতেই মামলা দায়ের করে পুলিশ৷ বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপার এস এম এইচ মির্জাকে এই মামলায় দু’বার লালবাজারে ডাকা হয়েছে৷ ডেকে জেরা করা হয়েছে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র ইকবাল আহমেদকেও৷ কলকাতায় এসে নারদা কর্তা যে ট্যাক্সিটি ব্যবহার করেছিলেন তার চালককেও জেরা করেছে পুলিশ৷ আদালতে মামলাটি বিচারাধীন, এই কারণ দেখিয়ে ম্যাথু বারবার জেরা এড়িয়ে গিয়েছেন৷

Advertisement

আদালতের নির্দেশে সাতদিনের মধ্যে হাজিরা না দিলে তাঁকে যাতে গ্রেফতার করা যায় তার আবেদন করার কথা ভাবছিল পুলিশ৷ সেই আবেদনের আগেই আদালতের দ্বারস্থ হন ম্যাথু৷ এদিন তাঁর আইনজীবী বলেন, ম্যাথুর দেওয়া তথ্য এখন ভিন রাজ্যে ফরেনসিক পরীক্ষাগারে আছে৷ সেই রিপোর্ট এখনও আসেনি৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ