মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি।
নব্যেন্দু হাজরা: রাজ্য়ের বিশ্ববিদ্য়ালয়কে কেন্দ্রীয় স্বীকৃতি। ন্যাকের বিচারে সেরার তকমা পেল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিকাল সায়েন্স। এই শিরোপায় গর্বিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্য ও সমাজের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলুক শিক্ষা। ফলস্বরূপ রাজ্যের শিক্ষাব্যবস্থার মুকুটে এমনই পালক জুড়তে থাকুক। এটাই আশা মুখ্যমন্ত্রীর।
এক্স হ্যান্ডেলে মমতা জানিয়েছেন, রাজ্য সরকার পোষিত ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিকাল সায়েন্স ন্যাকের বিচারে A+ স্বীকৃতি পেয়েছে। অন্যান্য বিষয়ের পাশাপাশি এখানে ফরেনসিক সায়েন্স পড়ানো হচ্ছে। এই লন্ডনের কিংস কলেজ এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে বিশ্ববিদ্যালয়। এদিন সেই প্রচেষ্টাও স্বীকৃতি পেল।
Glad to know that the State-aided National University of Juridical Sciences, Kolkata has been awarded A+ grade by the National Assessment and Accreditation Council (NAAC). Among other things, its introduction of Forensic Science studies and its tie-up with Cambridge University…
— Mamata Banerjee (@MamataOfficial) December 14, 2024
তাঁর আরও সংযোজন, এই বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা পড়ুয়াদের মধ্যে আর্থিকভাবে পিছিয়ে থাকা ৫ শতাংশ ছাত্রছাত্রীদের টিউশন ফি মকুব করা হয়। সেই খরচ বহন করে রাজ্য় সরকার। দেশের মধ্যে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিকাল সায়েন্স একমাত্র আইন বিশ্ববিদ্যালয় যেখানে আর্থিকভাবে পিছিয়ে থাকা পড়ুয়াদের টিউশন ফি মকুব করে। এরপরই রাজ্য়ের শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ডাক দেন মুখ্যমন্ত্রী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.