কৃষ্ণকুমার দাস: জাতীয় সংগীতের মতো এবার রাজ্য সংগীত গাওয়ার সময়ও উঠে দাঁড়াতে হবে। সোমবার বিধানসভায় এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানালেন, ফিল্ম ফেস্টিভ্যালেও উঠে দাঁড়িয়ে গাইবেন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বাংলার মাটি বাংলার জল’।
বিভিন্ন রাজ্যের নিজেদের সংগীত রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এতদিন তেমন কোনও সংগীত ছিল না। একটা জাতীয় সংগীত যা গোটা দেশের জন্য প্রযোজ্য। সেই কারণেই রাজ্য সংগীতের প্রস্তাব দিয়েছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে তা নিয়ে বিস্তর আলোচনা হয়। ‘বাংলার মাটি বাংলার জল’-কে রাজ্য সংগীত হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব দেওয়া হয় বিধানসভায়। ভোটাভুটিতে তা পাশও হয়।
সোমবার বিধানসভায় ফের উঠল রাজ্য সংগীত প্রসঙ্গ। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এবার থেকে জাতীয় সংগীতের মতোই উঠে দাঁড়িয়ে গাইতে হবে রাজ্য সংগীত অর্থাৎ বাংলার মাটি বাংলার জল। ফিল্ম ফেস্টিভ্যালেও রাজ্য সংগীত গাওয়া হবে বলে জানালেন তিনি। তুলে ধরলেন দেশভাগ প্রসঙ্গও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.