Advertisement
Advertisement

Breaking News

Maminpur

এবার মোমিনপুরের অশান্তির তদন্তভার নিচ্ছে NIA, বুধবারই ঘটনাস্থলে যেতে পারেন আধিকারিকরা

দুর্গাপুজো মিটতেই দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছিল মোমিনপুর, জারি হয়েছিল ১৪৪ ধারা।

NIA takes over investigation in Mominpur case | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:October 18, 2022 9:16 pm
  • Updated:October 18, 2022 9:16 pm

অর্ণব আইচ: এবার মোমিনপুরের অশান্তির তদন্তভার নিচ্ছে এনআইএ। ইতিমধ্যেই এই অশান্তির ঘটনায় দু’পক্ষের অন্তত ৬৩ জনকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ শুরু করছে তদন্ত।

সূত্রের খবর অনুযায়ী, মঙ্গলবার এই ব‌্যাপারে এনআইএ অভিযোগ দায়ের করে মামলা শুরু করেছে। বুধবার ব‌্যাঙ্কশাল আদালতে এই এফআইআর-এর কপি এনআইএ পেশ করতে পারে। তারই ভিত্তিতে মোমিনপুরে ফের হানা দিতে পারেন গোয়েন্দারা। সেখানকার সিসিটিভির ফুটেজ ও এলাকার কিছু ভিডিও ফুটেজ এনআইএ খতিয়ে দেখবে। পুলিশের হাতে ধৃতদেরও নিজেদের হেফাজতে নিয়ে জেরা করা হতে পারে বলে জানিয়েছে এনআইএ।

Advertisement

[আরও পড়ুন: হাওড়ায় গুপ্তধন: শৈলেশ পাণ্ডের আরও ১৭টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ, মোট লেনদেন ১৩৪ কোটি!]

উৎসব শেষেই অশান্তির আঁচ লেগেছিল কলকাতার (Kolkata)বুকে। মোমিনপুরের (Mominpur) ময়ূরভঞ্জ রোডে দুই গোষ্ঠীর অশান্তির জেরে প্রবল ইটবৃষ্টি হয়। পরের দিন দুপুরে ফের উত্তেজনা ছড়ায় ওয়াটগঞ্জ ও একবালপুর থানা এলাকায়। একবালপুর থানা ঘেরাও করে উত্তেজিত জনতা। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। ঘটনায় কলকাতা পুলিশের (Kolkata Police) উচ্চপদস্থ আধিকারিক-সহ বেশ কয়েকজন আহত হন। এতে রাজনীতির রংও লাগে। হাই কোর্টে (Calcutta HC) এই সংক্রান্ত মামলা দায়ের হলে অশান্তি দমনে পুলিশের ভূমিকা নিয়ে ভর্ৎসনা করেন বিচারপতিরা। রাজ্য পুলিশের ডিজি ও কলকাতা পুলিশের কমিশনারের নেতৃত্বে সিট গঠনের নির্দেশ দেয় উচ্চ আদালত। এবার সেই মামলার দায়িত্ব ভার নিচ্ছে NIA। 

Advertisement

[আরও পড়ুন: রাজ্য পুলিশ দিয়েই হবে পঞ্চায়েত নির্বাচন, বিজ্ঞপ্তি জানুয়ারিতে! ইঙ্গিত কমিশনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ