Advertisement
Advertisement

Breaking News

মুখ্যমন্ত্রীর আপত্তিতে পিছোল নীতি আয়োগের বৈঠকের দিন

ইদের দিন হচ্ছে না বৈঠক।

NITI Aayog meet on Eid rescheduled after Mamata Banerjee's objection
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 12, 2018 2:57 pm
  • Updated:June 23, 2022 6:11 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে নীতি আয়োগের বৈঠকের দিন পালটে ফেলল কেন্দ্র। ১৬ জুন নয়, ১৭ জুন বৈঠকে হবে দিল্লিতে। সেদিন নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রীও যোগ দিতে পারেন বলে খবর।

[আরএসএসের অনুষ্ঠানে যোগ দেওয়ায় অসন্তুষ্ট কংগ্রেস, ইফতারে ডাক প্রণবকে]

Advertisement

কোন পথে হবে দেশের উন্নয়ন? পাঁচ বছর অন্তর রূপরেখা চুড়ান্ত করে দিত যোজনা কমিশন। সেই নেহেরু জমানা থেকে এমনটাই হয়ে আসছিল। কিন্তু, প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন যোজনা কমিশনে রাজ্যগুলির কোনও প্রতিনিধিত্ব ছিল না। ফলে রাজ্যের সমস্যা যেমন উপেক্ষিত থেকে যেত, তেমনি আবার উন্নয়ন সংক্রান্ত যোজনা কমিশনের রূপরেখা বা নির্দেশিকা সব রাজ্যে সমানভাবে ফলপ্রসূও হত না। যোজনা কমিশনের অবলুপ্তি ঘটিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বদলে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে তৈরি করা হযেছে নীতি আয়োগ। যোজনা কমিশনের মতোই নির্দিষ্ট সময়ের ব্যবধানে দিল্লিতে বৈঠক হয় নীতি আয়োগের। বৈঠকে মুখ্যমন্ত্রীদের আলোচনা করে কেন্দ্রের ভবিষ্যৎ কর্মসূচি চূড়ান্ত করেন প্রধানমন্ত্রী। আগামী ১৬ জুন সেই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু, সেদিন আবার ইদ। ইদের দিন নীতি আয়োগের বৈঠক করা নিয়ে আপত্তি তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের তরফে জানানো হয়েছিল, ইদের দিন মুখ্যমন্ত্রীর ঠাসা কর্মসূচি। তাঁর পক্ষে দিল্লিতে গিয়ে নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়া সম্ভব নয়। বস্তুত, উৎসবের সময়ে রাজ্যের বাইরে থাকতে পছন্দও করেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছর ইদের দিনে রেড রোডের নমাজেও অংশ নেন তিনি।

Advertisement

মুখ্যমন্ত্রীর দাবি মেনে নীতি আয়োগের বৈঠক একদিন পিছিয়ে দিল কেন্দ্র। ১৬ জুন নয়, দিল্লিতে নীতি আয়োগের বৈঠক হবে ১৭ জুন। দিন বদলের কথা জানিয়ে নবান্নকে কেন্দ্র চিঠিও পাঠিয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ১৭ জুন দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

[১৯ বছর পর বাবার ব্যাটালিয়নেই যোগ কারগিল শহিদের পুত্রের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ