Advertisement
Advertisement

Breaking News

NRS

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের মোবাইল ব্যবহারে রাশ, NRS-এ ‘ব্লক’ ফেসবুক-ইনস্টা থেকে জোম্যাটো!

কোন কোন অ্যাপ ব্যবহার করা যাবে?

NRS Medical college Authority stop free internet for doctors and health workers
Published by: Tiyasha Sarkar
  • Posted:February 11, 2025 6:19 pm
  • Updated:February 11, 2025 6:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারি হাসপাতালে থাকে ফ্রি ওয়াইফাই। রোগীদের অনেকেরই অভিযোগ, ফ্রি ইন্টারনেট ব্যবহার করে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা দীর্ঘসময় কাটান মোবাইলে। এই মোবাইল আসক্তিতে রাশ টানতে বড় পদক্ষেপ। এনআরএস হাসপাতালে ব্লক করা হল ফেসবুক, ইনস্টাগ্রাম-সহ সমস্ত সোশাল মিডিয়া অ্যাপ। খুলবে না জোম্য়াটোর মতো ফুড ডেলিভারি অ্যাপও।

ব্যাপারটা ঠিক কী? সমস্ত সরকারি মেডিক্যাল কলেজেই রয়েছে ফ্রি ওয়াইফাই। চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মী, হাসপাতালের সকলেই তা ব্যবহার করতে পারেন। এখানেই সমস্যা। দিনভর চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের একাংশ মোবাইলে ডুবে থাকেন বলে অভিযোগ। সেই কারণেই এবার সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ব্লক করে দেওয়ার সিদ্ধান্ত নিল এনআরএস হাসপাতাল। জানা গিয়েছে, নীলরতন সরকারে নতুন করে ইন্টারনেট ফায়ারওয়্যার বসানো হচ্ছে। এবার থেকে হাসপাতালের ইন্টারনেট ব্যবহার করে খোলা যাবে না কোনও সোশাল মিডিয়া অ্য়াপ। অর্থাৎ ফেসবুক, ইন্সটাগ্রাম, ইউটিউব কিছুই আর খোলা যাবে না। এখানেই শেষ নয়, একাধিক ফুড ডেলিভারি অ্যাপ ও বহু সাইটও ব্লক করা হয়েছে।

Advertisement

তাহলে হাসপাতালের ইন্টারনেট ব্যবহার করে কোন কোন সাইট খোলা যাবে? জানা গিয়েছে, শুধুমাত্র প্রশাসনিক ও শিক্ষামূলক কাজেই ব্যবহার করা যাবে এই ইন্টারনেট। সেই সঙ্গে হোয়াটস অ্যাপ, জিমেল, ইয়াহু এবং ভিডিও কনফারেন্সের জন্য প্রয়োজনীয় কিছু অ্যাপ ও সাইট অ্যাকসেস করা যাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement