সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাস কলকাতায় স্কুলের মধ্যে যৌন নির্যাতনের শিকার দুধের শিশু। চার বছরের ছোট্ট মেয়ের উপর অত্যাচার চালানোর অভিযোগ উঠল পিটি টিচারের বিরুদ্ধে। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। লজ্জার সাক্ষী থাকল মহানগর। ঘটনাস্থল রানিকুঠির জি ডি বিড়লা স্কুল।
[কলকাতার কচুরি পুলিশের হাত থেকে বাঁচিয়েছিল জঙ্গি মাহিকে]
শিশুটির অবস্থা গুরুতর। আতঙ্কে কথা হারিয়েছে সে। তার শরীরে বিভিন্ন জায়গায় তীব্র যন্ত্রণা রয়েছে। প্রস্রাব করতে সমস্যা হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে মেয়েকে যখন মা স্কুলে আনতে যান তখন বুঝতে পারেন বড় সমস্যা হয়েছে। কথা বলতে পারছিল না চার বছরের মেয়েটি। শিশুটি বাড়িতে ফেরার পর তার জামাকাপড়ের বিভিন্ন জায়গায় রক্তের দাগ দেখেন পরিবারের লোকজন। এরপর দ্রুত তাকে চিকিসৎকের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার জানান কোনও শারীরিক সমস্যা নেই, তাকে যৌন নির্যাতন করা হয়েছে। পুলিশের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এরপর যাদবপুর থানায় এফআইআর করা হয়। রাতে এসএসকেএম হাসপাতালে ভরতি করা হয় শিশুটিকে। তার চিকৎসার জন্য তৈরি রয়েছে মেডিক্যাল বোর্ড। শিশু রোগ বিশেষজ্ঞ, স্ত্রী রোগ বিশেষজ্ঞ, মনোরোগ বিশেষজ্ঞকে টিমে রাখা হয়েছে। যন্ত্রণা কমার পর শিশুটির কাউন্সেলিং করা হতে পারে। স্কুলের পুরুষ পি টি টিচারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর এই বিষয়ে তদন্তের জন্য ওই ছাত্রী এবং পরিবারের সঙ্গে আরও কথা বলার প্রয়োজন রয়েছে। পাশাপাশি স্কুল কর্তৃপক্ষর সঙ্গে কথা বলা হবে। অভিযুক্তর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
[বয়সে ছোট যুবকের সঙ্গে যৌনতা, স্ত্রীর মুণ্ডচ্ছেদ করে হাজতে স্বামী]
চার বছরের মেয়ের উপর এমন অত্যাচারে বিধ্বস্ত শিশুটির পরিবার। নির্যাতিতার বাবার বক্তব্য, ‘‘স্কুলের মধ্যে এমন কিছু যে হতে পারে তা কল্পনা করতে পারেননি। লক্ষাধিক টাকা খরচ করার পর স্কুলে যদি নিরাপত্তা না থাকে তাহলে কীভাবে সন্তানকে স্কুলে পাঠাব। আর কোনও অভিভাবকের যাতে এমন অবস্থা না হয় সেই আবেদন রাখব।’’