Advertisement
Advertisement
ইসকনের রথযাত্রা

‘ধর্মবিশ্বাস ও আচরণের গুরুত্ব বুঝি’, ইসকনের রথযাত্রায় সমালোচকদের জবাব নুসরতের

মাহেশের মন্দির সংস্কারে আরও ১০ কোটি দিচ্ছে রাজ্য৷

Nusrat Jahan says, I don't pay heed to things which are baseless
Published by: Sayani Sen
  • Posted:July 4, 2019 2:12 pm
  • Updated:July 4, 2019 8:25 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রথযাত্রাতেও লেগেছে রাজনীতির রং৷ এই ইস্যুতে শাসক-বিরোধী দড়ি টানাটানি চলছে৷ দু’পক্ষের তরজার মাঝেই তারকা সাংসদ নুসরত জাহানকে পাশে নিয়ে ইসকনের রথযাত্রার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রথের দড়ি টেনে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিলেন তিনি৷

[ আরও পড়ুন: ফের মেট্রোয় বিপত্তি, এবার রেক ও প্ল্যাটফর্মের মাঝে আটকে গেল যাত্রীর পা]

২০১২ সাল থেকে প্রতি বছরই রথযাত্রার অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের প্রশাসনিক প্রধান৷ এবারও তার অন্যথা হয়নি৷ বৃহস্পতিবার সকালে অ্যালবার্ট রোডে ইসকনের রথযাত্রা অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর সঙ্গে ছিলেন তারকা সাংসদ নুসরত জাহান এবং তাঁর স্বামী ব্যবসায়ী নিখিল জৈন, সন্তানকে কোলে নিয়ে ওই অনুষ্ঠানে ছিলেন অভিনেতা সোহম৷ আরতির মাধ্যমে রথযাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী৷ এরপর সেবাইতদের নির্দেশ মতো পূজার্চনা করেন তিনি৷ নিয়ম মেনে রশিতে টান দিয়ে ৪৮ তম রথযাত্রার শুভ সূচনা করে  সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি আরও বলেন, ‘‘ইসকনকে ৭০০ একর জমি দিয়েছে রাজ্য সরকার৷ অতি দ্রুততার সঙ্গে রাজ্য সরকার নবদ্বীপ ও মায়াপুর দুটি স্থানকেই হেরিটেজ টাউন হিসাবে গড়ে তুলছে।’’ ইসকন মন্দির ও তাদের উদ্যোগের ফের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী।

Advertisement

[ আরও পড়ুন: চেয়ারে বসেই সংজ্ঞাহীন, অনুশীলন শেষে মৃত্যু বাংলার প্রতিশ্রুতিমান বক্সারের]

তবে এবার ইসকনের রথযাত্রার মূল আকর্ষণ নুসরত জাহানের উপস্থিতি৷ বিয়ের পর একজন হিন্দু নারীর মতো মাথায় সিঁদুর, গলায় মঙ্গলসূত্র পরে তাঁর সংসদে যাওয়া নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন নুসরত জাহান৷ মুসলমান পরিবারের মেয়ে এবং জৈন ধর্মাবলম্বী একজনের স্ত্রী হওয়া নিয়ে বিতর্কের মাঝে যদিও নিজের অবস্থানে অনড় তৃণমূল সাংসদ৷ তাঁর সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা মুগ্ধ করেছে ইসকন কর্তৃপক্ষকেও৷ তাই চলতি বছর রথযাত্রা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল তৃণমূল সাংসদকে৷ নববধূর বেশে এদিনের অনুষ্ঠানে যোগ দিয়ে সম্প্রীতির বার্তা দিয়েছেন নুসরত জাহান৷ সেইসঙ্গে বুঝিয়েছেন, ধর্ম সংক্রান্ত কোনও ভিত্তিহীন আলোচনাতেই তাঁর রুচি নেই৷ তিনি এসব সম্পর্কে বেশ ওয়াকিবহাল৷

Advertisement

কলকাতায় ইসকনের রথযাত্রার উদ্বোধনের পরই সোজা মাহেশের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী৷ সেখানেই রথযাত্রার উদ্বোধন করেন তিনি৷ এই প্রথমবার মাহেশে রথযাত্রার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী৷ মাহেশের মন্দিরকে আরও সুন্দর করে সাজাতে এদিন অতিরিক্ত ১০ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেছেন তিনি৷তবে এই অনুষ্ঠান নিয়েও রাজনীতি করতে ছাড়েনি বিজেপি৷ হিন্দু ভোটারদের প্রভাবিত করতেই মুখ্যমন্ত্রী রথযাত্রার উদ্বোধন করছেন বলেই দাবি পদ্ম শিবিরের৷ যদিও ঘাসফুল শিবিরের তরফে সাংসদ নুসরত জাহান বিরোধীদের অভিযোগ খারিজ করেছে৷ 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ