Advertisement
Advertisement

Breaking News

Bus Accident

বেপরোয়া গতি! বিদ্যাসাগর সেতুতে একের পর এক গাড়িতে ধাক্কা দিয়ে ফুটপাথে উঠে গেল বাস

দুর্ঘটনায় আহত বেশ কয়েকজন যাত্রী। বিদ্যাসাগর সেতুতে ব্যাহত হয়েছে যান চলাচল।

Overspeeding bus met an accident near Rabindrasadan by colliding with cars one by one
Published by: Sucheta Sengupta
  • Posted:February 4, 2025 11:49 am
  • Updated:February 4, 2025 12:05 pm  

নিরুফা খাতুন: সকাল থেকে একের পর এক দুর্ঘটনার সাক্ষী রইল শহর কলকাতা। মঙ্গলবার সকালে পার্কসার্কাসের পর বিদ্যাসাগর সেতু লাগোয়া রবীন্দ্রসদনের কাছেও ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। বেপরোয়া গতিতে যাত্রীবাহী বাস পরপর গাড়িকে ধাক্কা দিয়ে উঠে গেল ফুটপাতের রেলিংয়ে! আহত একাধিক যাত্রী। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বাসটি নিয়ন্ত্রণ হারানোয় এমন বিপজ্জনক গতিতে এগিয়ে গিয়েছে। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে হেস্টিংস থানার পুলিশ।

মঙ্গলবার সকালে ধূলাগড় থেকে নিউটাউনগামী একটি বাস বিদ্যাসাগর সেতু পেরিয়ে রবীন্দ্রসদনের কাছে ঢাল দিয়ে নামার সময়ে আচমকাই গতি নিয়ে নেয় বাসটি। বেপরোয়া গতিতে এসে একটি প্রাইভেট কার, ছোট ম্যাটাডোর ভ্যানে ধাক্কা মারে। বাসের ধাক্কায় ভ্যানটি উল্টে যায়। আহত হন প্রাইভেট কারে থাকা যাত্রীরা। সেইসঙ্গে বাসযাত্রীরাও আহত হয়েছেন। পরপর গাড়িতে ধাক্কা দেওয়ার পর আর থামেনি বাসটি। সোজা এসে হেস্টিংসের কাছে ফুটপাথের রেলিং ভেঙে সেখানে উঠে যায় বাসের চাকা। এই দুর্ঘটনার পর বিদ্যাসাগর সেতুর মতো গুরুত্বপূর্ণ সংযোগকারী রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়। ব্যাহত হয়েছে যান চলাচল।

Advertisement

দুর্ঘটনার খবর পেয়ে হেস্টিং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। বাস ও চালককে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়েই এত তীব্র গতিতে এগিয়ে গিয়েছে। পরীক্ষা করে দেখা হচ্ছে গাড়ির ব্রেক। তবে দিনের ব্যস্ত সময়ে বিদ্যাসাগর সেতুতে এমন ভয়াবহ দুর্ঘটনায় আরও বড় কোনও ক্ষতি হতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন যাত্রীরা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement