Advertisement
Advertisement

Breaking News

Panchayat Poll

Panchayat Poll: ইদে শান্তিপূর্ণ ভোটের জন্য প্রার্থনা, বিরোধীদের ‘পাগল-ছাগল’ কটাক্ষ ফিরহাদের

অনুব্রত প্রসঙ্গে মুখ খুললেন ফিরহাদ?

Panchayat Poll: Firhad Hakim slams opposition in Kolkata | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 29, 2023 12:51 pm
  • Updated:June 29, 2023 12:51 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইদে শান্তিপূর্ণ ভোটের জন্য প্রার্থনা করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বললেন, “সিদ্ধান্ত মানুষের। মানুষ যাকে চাইবেন তাঁকেই ভোট দেবেন।” ভুয়ো ব্যালট ইস্যুতে বিরোধীদের পাগল-ছাগল বলে কটাক্ষ করলেন তিনি।

ইদের সকালে সপরিবারে নামাজ পড়লেন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সেখান মুখ খুললেন পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গে। ফিরহাদ হাকিম এদিন বলেন, “মানুষ দেখবে যারা কাজ করেছে তাকেই ভোট দেবে। আমি শান্তিপূর্ণ ভোটের জন্য প্রার্থনা করেছি। মানুষ যাকে মনে করবে সেই কাজ করবে মানুষের জন্য। আমাকে যোগ্য মনে হলে আমাকে দায়িত্ব দেবে। অন্য কাউকে যোগ্য মনে হলে তাঁকে।” আগামিকাল বীরভূম সফরে যাচ্ছেন, সেই প্রসঙ্গে বলতে গিয়েও বুঝিয়ে দিলেন আজও অনুব্রতর উপর ভরসা রয়েছে তাঁর। বললেন, “কেষ্ট হয়তো এখন আমাদের সঙ্গে নেই। তবে মানুষ সঙ্গ আছে আমাদের।”

Advertisement

[আরও পড়ুন: ‘গণতন্ত্রের পাহারাদারের হাতেই যেন মৃত্যুঘণ্টা না বাজে’, ফের বিস্ফোরক রাজ্যপাল]

গত কয়েকদিন ধরে বিরোধীরা দাবি করছে, ভুয়ো ব্যালট তৈরি করা হচ্ছে। সেই প্রসঙ্গে ফিরহাদ বলেন, “পাগল-ছাগলে অনেক কিছু বলে। নাচতে না জানলে উঠোন ব্যাঁকা। বিরোধীরা জানে ওরা কিছুই পাবে না। তাই এসব বলছে। বোমা গুলির আমদানি করছে। রাজ্যকে অশান্ত করার চেষ্টা করছে।”

Advertisement

[আরও পড়ুন: উত্তরের ৫ জেলায় কমলা সতর্কতা, ভারী বৃষ্টি চলবে দক্ষিণের ছয় জেলাতেও, কবে বদলাবে আবহাওয়া?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ