Advertisement
Advertisement

Breaking News

Anis Khan

Anis Khan Death Case: আনিস খান হত্যা কাণ্ডে সিটের রিপোর্টে খুশি নয় মামলাকারীরা, হলফনামা পেশের নির্দেশ আদালতের

এই মামলার পরবর্তী শুনানি ১২ মে।

Petitioners are not happy after report produced by SIT | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 25, 2022 12:43 pm
  • Updated:April 25, 2022 12:44 pm

গোবিন্দ রায়: আনিস খান হত্যা মামলায় (Anis Khan Murder Case) সিটের রিপোর্টে খুশি নয় মামলাকারীরা। রিপোর্ট নিয়ে আদালতের কাছে মামলাকারীদের তরফে একাধিক প্রশ্ন তুলে ধরলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। অভিযোগ, গোটা ঘটনাকে আত্মহত্যা বলে প্রমাণের চেষ্টা করা হচ্ছে। তদন্ত নিয়ে ঠিক কী আপত্তি রয়েছে, এক সপ্তাহের মধ্যে মামলাকারীদের সেই সংক্রান্ত হলফনামা পেশের নির্দেশ দিল হাই কোর্ট।

Anis's body will be exhumed on Monday for second autopsy
প্রয়াত ছাত্রনেতা আনিস খান।

গত সপ্তাহে কলকাতা হাই কোর্টে আনিস হত্যা কাণ্ডের তদন্তের রিপোর্ট পেশ করে সিট। সেই রিপোর্ট নিয়েই অসন্তুষ্ট মামলাকারীরা অর্থাৎ মৃতের পরিবার। এ বিষয়ে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সোমবার বলেন, “বলা হচ্ছে পড়ে গিয়ে আনিসের মৃত্যু হয়েছে। যেটা একেবারেই সত্য নয়। তদন্তের গতিপ্রকৃতি দেখে মনে হচ্ছে, ঘটনাটিকে আত্মহত্যা বলে দেখানোর চেষ্টা করা হচ্ছে। কোনও তদন্তই হচ্ছে না। অনুসন্ধান চলছে। অপরাধীদের খোঁজার চেষ্টাও চলছে না। জিজ্ঞাসাবাদ হচ্ছে না। পলিগ্রাফির মাধ্যমে প্রমাণের চেষ্টা চলছে যে, এটা হত্যা নয় আত্মহত্যা। কিন্তু এটা পরিকল্পিত খুন।” এরপরই মামলাকারীদের হয়ে বিকাশরঞ্জন ভট্টাচার্য অন্য সংস্থা দিয়ে তদন্তের দাবি জানান।

Advertisement

[আরও পড়ুন: স্কুলের পাঠ্যক্রম সংস্কারের কাজ শুরু, আমেরিকায় পাঠানো হল প্রথম থেকে অষ্টম শ্রেণির বই]

এরপরই বিচারপতি  কী কারণে তদন্ত নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, কোথায় কোথায় সমস্যা রয়েছে বলে মনে করা হচ্ছে, মামলাকারীদের এই সংক্রান্ত হলফনামা পেশের নির্দেশ দেন। আগামী ১২ মে এই মামলার পরবর্তী শুনানি হবে। উল্লেখ্য, গত মঙ্গলবার আনিস খানের মৃত্যুর তদন্তের রিপোর্ট আদালতে পেশ করছে সিট (SIT)। ওইদিন তারা মুখবন্ধ খামে ৮২ পাতার রিপোর্ট জমা দেন আদালতে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় ফরেনসিক দলের রিপোর্ট এবং পেন ড্রাইভ রিপোর্ট জমা দেন। আজ অর্থাৎ সোমবার আনিস মামলার শুনানিতে সেই রিপোর্টের খামতি তুলে ধরলেন মামলাকারীদের আইনজীবী।

Advertisement

[আরও পড়ুন: ‘ওঁকে মেরে ফেলা হতে পারে’, অনুব্রতর নিরাপত্তা নিয়ে এবার বিস্ফোরক দিলীপ ঘোষ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ