Advertisement
Advertisement
Calcutta HC

জনজীবন বিপন্ন করে নবান্ন অভিযান কেন? বিজেপির বিরুদ্ধে হাই কোর্টে দায়ের জনস্বার্থ মামলা

দ্রুত শুনানির আবেদন খারিজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

PIL filed against BJP Nabanna rally, allegedly causing massive trouble to public | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:September 13, 2022 3:39 pm
  • Updated:September 13, 2022 3:55 pm

রাহুল রায়: বিজেপির (BJP) নবান্ন অভিযানের মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে (Calcutta HC)। জাতীয় সড়ক আটকে জনজীবন বিপন্ন করে এভাবে কর্মসূচি করা যায় না, এনিয়ে সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞাও রয়েছে। এই যুক্তিতে আদালতে মামলা দায়ের করেন আবেদনকারী তথা আইনজীবী রমাপ্রসাদ সরকার। দ্রুত শুনানির আবেদনও করা হয়। তবে তা খারিজ করে দেয় হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযান (Nabanna Abhijaan) কর্মসূচি পূর্ব নির্ধারিত ছিল। আগে থেকেই তা সফল করতে প্রস্তুত হয়েছিলেন গেরুয়া কর্মী, সমর্থকরা। এদিন সকাল থেকেই শহরে কর্মসূচি ঘিরে জমায়েত হন তাঁরা। যার জেরে প্রচুর যানজট তৈরি হয় কলকাতা ও সংলগ্ন জেলাগুলির সংযোগকারী রাস্তাগুলিতে। সাতসকালে কাজের জন্য বেরিয়ে আটকে পড়েন নিত্যযাত্রীরা। এমনকী রোগীদেরও ডাক্তার দেখাতে যাওয়ার পথ রুদ্ধ হয়ে যায়।

Advertisement
ছবি: অমিয় পাত্র।

[আরও পড়ুন: পুজোয় সরকারি অনুদানে বাধা নেই, রায় জানাল হাই কোর্ট]

এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এদিন সকালেই হাই কোর্টে যান আইনজীবী রমাপ্রসাদ সরকার। তাঁর আবেদন, জাতীয় সড়ক আটকে জনজীবন বিপন্ন করে এভাবে কর্মসূচি করা যায় না, এনিয়ে সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞাও রয়েছে। তারপরেও কি ভাবে এই কর্মসূচি করতে পারে?এ নিয়ে হস্তক্ষেপ করুক আদালত, এই মর্মে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও  বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলা করেন আবেদনকারী। আজই দ্রুত শুনানির আবেদন জানান তিনি। তাতে  আপত্তি করেন বিচারপতিরা। তাঁদের বক্তব্য, মামলা দায়ের করাই আবেদনকারীর কাজ। শুনানির সময় ঠিক করা নয়। তবে এই আবেদন বিবেচনা করা হবে বলেও আশ্বাস দিয়েছে হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 

Advertisement

[আরও পড়ুন: নবান্নের বাইরে-অন্দরে ভিন্ন ছবি, গেটে বিজেপিকে রুখতে পুলিশের রণসজ্জা, ভিতরে দেশপ্রেমের গান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ