Advertisement
Advertisement

Breaking News

‘প্লাস্টিক’ ডিম নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, ভিন রাজ্য থেকে আসা ডিম পরীক্ষার নির্দেশ

‘বেঙ্গল পোলট্রি ডিম’ বোর্ড লাগিয়েও ডিম বিক্রির নির্দেশ দিয়েছেন তিনি৷

'Plastic Egg' scare: Mamata Banerjee orders probe, egg import under scanner
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 3, 2017 10:28 am
  • Updated:July 29, 2019 12:29 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘প্লাস্টিক’ ডিম নিয়ে রাজ্যের সাধারণ মানুষের আশঙ্কা ক্রমশই বাড়ছে৷ এ নিয়েই এবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্যের ডিম ব্যবসা যাতে মার না খায়, তাই ভিন রাজ্য থেকে আসা ডিম পরীক্ষার নির্দেশ দিলেন তিনি৷

‘আজাদি’ চাইলে স্কলারশিপ ছাড়ুক যাদবপুরের পড়ুয়ারা, তোপ রূপার ]

Advertisement

প্রথম এ অভিযোগ তোলেন এক গৃহবধূ৷ জানান, বাচ্চার জন্য ডিম কিনে নিয়ে গিয়েছিলেন৷ কিন্তু ভাজার সময় দেখা যায়, তা প্লাস্টিকের মতো গলে গলে জমে যাচ্ছে৷ পচা দুর্গন্ধও বেরচ্ছে৷ তাঁর অভিযোগের ভিত্তিতেই পার্ক সার্কাসের এক ডিম বিক্রেতাকে গ্রেপ্তার করে পুলিশ৷ এরপর থেকেই ‘প্লাস্টিক’ ডিমের আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজ্য জুড়ে৷ হালিশহরেও একই ধরনের ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে৷ চিনা বাজার থেকে কৃত্রিম ডিম বাজারে ঢুকছে বলে ব্যাপক প্রচার হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়৷ আর এর জেরেই রাজ্যের ডিম ব্যবসা মারাত্মক ক্ষতির মুখে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে৷ তা রুখতেই এবার সচেষ্ট হলেন মুখ্যমন্ত্রী৷ ভিন রাজ্য থেকে আসা সমস্ত ডিম পরীক্ষার নির্দেশ দিলেন তিনি৷ জানা যাচ্ছে, অন্যান্য রাজ্য থেকে অন্তত ৮০ লক্ষ ডিম ঢোকে এ রাজ্যে৷ তার জেরে বাংলার ডিম ব্যবসা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে নজর দেওয়ার নির্দেশ দিলেন তিনি৷ পাশাপাশি ‘বেঙ্গল পোলট্রি ডিম’ বোর্ড লাগিয়েও ডিম বিক্রির নির্দেশ দিয়েছেন তিনি৷ এ নিয়ে যাতে গুজব না ছড়ায় সে ব্যাপারেও সতর্ক করেন মুখ্যমন্ত্রী৷

Advertisement

জঙ্গিদের হাতে ল্যাপটপ বোমা, সতর্ক হচ্ছে কলকাতা বিমানবন্দরও ]

একই সঙ্গে পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক বৈঠকে স্বাস্থ্য নিয়েও কড়া দাওয়াই দিলেন তিনি৷ স্বাস্থ্য দপ্তরের পরিদর্শনের সময় বিভিন্ন নার্সিংহোম থেকে অসহযোগিতার অভিযোগ ওঠে৷ তাদের বিরুদ্ধে প্রয়োজন হলে আইনি ব্যবস্থা নেওয়ারও নির্দেশ মুখ্যমন্ত্রীর৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ