Advertisement
Advertisement

Breaking News

লোকসভায় বিজেপির বিরুদ্ধে মমতার অস্ত্র মোদির ভাই! ব্যাপারটা কী?

লোকসভা নির্বাচনের প্রচার আরও জোরদার করতে চাইছে তৃণমূল৷

PM Modi's brother to support TMC in Lok Sabha polls
Published by: Kumaresh Halder
  • Posted:October 31, 2018 1:14 pm
  • Updated:October 31, 2018 1:14 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপিকে রুখতে এবার মোদির ভাইকে সামনে রেখে দেশজুড়ে প্রচারে ঝড় তুলতে চলেছে তৃণমূল৷ সবকিছু ঠিকঠাক থাকলে ২০১৯-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের সমর্থনে প্রচারে নামতে পারেন প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদি৷ তৃণমূল সূত্রে খবর, মোদি বিরোধী লড়াইকে জোরদার করতে প্রহ্লাদকে সামনে রেখে আন্দোলন জোরদার করতে চাইছে তৃণমূল৷  

[ঘরে ফেরার লড়াইয়ে জয়, ইরান থেকে শহরে পা ১১জন স্বর্ণশিল্পীর]

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাই বর্তমানে রেশন ডিলারের সর্বভারতীয় সংগঠনের সহ-সভাপতি৷ অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন নামে ওই সংস্থার উদ্যোগে কলকাতায় একটি অনুষ্ঠানে প্রহ্লাদ মোদী বলেন, ‘‘দেশের রেশন ব্যবস্থাকে লাটে তুলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে কেন্দ্রের মোদি সরকার৷ আর সেই কারণে উনিশের লোকসভা ভোটে দাদার পাশে দাঁড়াব না৷’’ এদিনের মঞ্চে দাঁড়িয়ে দাদার সঙ্গে ছেড়ে খোলাখুলি ‘দিদি’কে সমর্থন জানানোর বার্তা দেন তিনি৷ প্রধানমন্ত্রীর ভাইয়ের মুখে কেন্দ্রের সমালোচনা শুনে বেশ খানিটা চাঙ্গা তৃণমূল শিবির৷ কেন্দ্রের বিরুদ্ধে মোদির  ভাইয়ের মন্তব্যকে তুলে ধরে মোদি বিরোধী লড়াইকে জোরদার করতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে৷

Advertisement

[আশঙ্কা নেই বৃষ্টির, মেঘমুক্ত আকাশেই কালীপুজো]

Advertisement

সম্প্রতি, দমদমের রবীন্দ্র ভবনে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের উদ্যোগে রাজ্যের খাদ্যসাথী প্রকল্প নিয়ে আলোচনা সভা ছিল৷ হাজির ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, সৌগত রায়-সহ তৃণমূলের নেতারা৷ এদিনের সভার বিশ্বম্ভর বসু ঘোষণা করেন, মোদি সরকারকে ক্ষমতা থেকে হটাতে সরাসরি প্রচারে নামবেন রেশন ডিলারা৷ এই কাজে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের তরফে সরাসরি তৃণমূলের সহযোগিতা চাওয়া হয়েছে বলে সর্বভারতীয় একটি দৈনিকে খবর প্রকাশিত হয়েছে৷

[বিজেপিকে রুখতে কংগ্রেসকে ভোট দিন, প্রকাশ্যে কর্মীদের আবেদন সূর্যকান্তর]

তৃণমূল সূত্রে খবর, লোকসভা নির্বাচনের আগে মোদি বিরোধী জোট শক্ত করতে ইতিমধ্যেই বেশ কিছু রণকৌশল চূড়ান্ত হয়েছে৷ খাদ্যসুরক্ষার দাবি জানিয়ে আগামী নভেম্বরে নেতাজি ইন্ডোরে জাতীয় আলোচনা সভার আয়োজন করতে পারে শাসক তৃণমূল৷ ওই বৈঠকে বিশিষ্টদের আমন্ত্রণ জানানো হবে৷ একই সঙ্গে নরেন্দ্র মোদির ভাই প্রহ্লাদ মোদিকেও বিশেষ ভাবে আমন্ত্রণ জানানো হবে৷ মনে করা হচ্ছে, ওই অনুষ্ঠান মঞ্চ থেকে পাকাপাকি ভাবে তৃণমূলের হয়ে মোদি-বিরোধী প্রচার অভিযানে নামবেন তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ