Advertisement
Advertisement

Breaking News

Noor Amin

নেতাজির স্বপ্নাদেশেই মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের চেষ্টা! পুলিশি জেরায় চাঞ্চল্যকর দাবি ধৃত নূর আমিনের

নূর আমিন মানসিক ভারসাম্যহীন কিনা খতিয়ে দেখছে পুলিশ।

Police gets some new information from Noor Amin who allegedly arrested in front of Mamata Banerjee's house । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:July 22, 2023 4:57 pm
  • Updated:July 22, 2023 5:20 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বপ্নাদেশ দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। জানিয়েছিলেন বিপদে পড়তে পারেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। স্বপ্নাদেশ অনুযায়ী মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর জেরায় এমনই চাঞ্চল্যকর দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে গ্রেপ্তার হওয়া নূর আমিন।

শুক্রবার একুশে জুলাইয়ের তৃণমূলের শহিদ সমাবেশ শুরুর আগে মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরেই গ্রেপ্তার হন নূর আমিন। তাঁর গাড়ি থেকে বেশ কয়েকটি পরিচয়পত্র এবং আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। তাকে দফায় দফায় জেরা করছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর জেরায় কালীঘাটে যাওয়ার কারণ ব্যাখ্যা করেছেন ওই যুবক। নেতাজি সুভাষচন্দ্র বসুর পাওয়া স্বপ্নাদেশের জন্য তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের আগেই গ্রেপ্তার হন নূর আমিন। পুলিশ সূত্রে খবর, তিনি নিজেকে মানসিক ভারসাম্যহীন বলেও দাবি করেন। আদৌ নূর আমিন মানসিক ভারসাম্যহীন কিনা, তা জানতে তাঁর চিকিৎসকের সঙ্গে কথা বলতে চান তদন্তকারীরা।

Advertisement

[আরও পড়ুন: কমছে স্বাদ, বাড়ছে বিপদ! ভোজনরসিকদের ‘তাণ্ডবে’ সংকটে ইলিশের ভবিষ্যৎ]

পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী নূর আমিনের গাড়ির ফ্লোর ম্যাটের নিচ থেকে আরও একটি কুকরিও উদ্ধার করা হয়েছে। এদিকে, শনিবার নূর আমিনকে আলিপুর আদালতে পেশ করা হয়। তাঁর আইনজীবী শেখ কিসানুরের দাবি, সিজার লিস্ট অনুযায়ী তাঁর মক্কেলের (নূর আমিন) গাড়ি থেকে কোনও আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়নি। শুধুমাত্র বন্দুকের মতো দেখতে একটি বস্তু বাজেয়াপ্ত করা হয়েছে। নূর আমিনের স্ত্রী পুনমের দাবি, তাঁর স্বামী মানসিক ভারসাম্যহীন। নিয়মিত চিকিৎসা করান। ব্যবসায়িক কাজেই শুক্রবার গাড়ি নিয়ে বেরিয়েছিলেন। তবে আচমকা কেন কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে পৌঁছলেন সে কারণ জানেন না তিনি।

Advertisement

[আরও পড়ুন: ১৫ আগস্টের আগে টানা ছুটির কাঁটা, দিঘা-পুরুলিয়া যাওয়ার বাসের ভাড়া এখনই দ্বিগুণ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ