Advertisement
Advertisement
সিএএ বিরোধী মিছিল

CAA বিরোধী মিছিলে হাঁটায় দেশ ছাড়ার নির্দেশ, হাই কোর্টের দ্বারস্থ যাদবপুরের পোলিশ ছাত্র

তাঁকে ১৫ দিনের মধ্যে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছিল।

Polish Student filed Petition in Calcutta HC challenging MHA
Published by: Subhamay Mandal
  • Posted:March 4, 2020 12:51 pm
  • Updated:March 4, 2020 12:51 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংশোধিত নাগরিকত্ব আইনের (CAA) প্রতিবাদে মিছিলে হাঁটায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পোলিশ ছাত্রকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করলেন পোল্যান্ডের বাসিন্দা কামিল সিডসিরিস্কি। আগামিকাল, বুধবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে এই মামলার শুনানি হবে।

পোল্যান্ডের বাসিন্দা কামিল সিডসিরিস্কি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগের পড়ুয়া। গত ১৯ ডিসেম্বর রামলীলা ময়দানে সিএএ বিরোধী সভায় যোগ দিয়েছিলেন কামিল। তারপর প্রতিবাদী মিছিলে তাঁকে দেখা যাওয়ার দরুন ২২ ফেব্রুয়ারি তাঁকে ডেকে পাঠায় ফরেনার রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস বা এফআরআরও (Foreigner Regional Registration Office)। এফআরআরও’র কলকাতা দপ্তরে গিয়ে কামিলকে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মতো কামিল দেখা করলে তাঁকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়। তাঁকে ১৫ দিনের মধ্যে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছিল।

Advertisement

[আরও পড়ুন: করোনা আতঙ্কে ত্রস্ত দেশ, রাজ্যে কড়া নজরদারিতে প্রায় ৩৫০ বিদেশফেরত]

মঙ্গলবার এফআরআরও’র নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছে কামিল। তাঁর আবেদন শুনতে রাজি হয়েছে আদালত। বুধবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে হবে এই মামলার শুনানি। উল্লেখ্য, কয়েকদিন আগে বিশ্বভারতীর বাংলাদেশি ছাত্রী আফসারা আনিকা মিমকে দেশ ছাড়তে নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রক। শান্তিনিকেতনের বিশ্ববিদ্যালয়ে চলা সিএএ-বিরোধী (Anti-CAA) একাধিক কর্মসূচির সমর্থনে ফেসবুকে ছবি পোস্ট করেছিলেন ওই ছাত্রী। তারপরেই নেমে আসে শাস্তির খাঁড়া।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ