BREAKING NEWS

১৫ জ্যৈষ্ঠ  ১৪৩০  মঙ্গলবার ৩০ মে ২০২৩ 

READ IN APP

Advertisement

দেবীর ভরের ভারে উত্তাল কলকাতা বিশ্ববিদ্যালয়

Published by: Sangbad Pratidin Digital |    Posted: May 17, 2016 11:06 am|    Updated: May 17, 2016 11:06 am

Possessed drama made chaos at CU

স্টাফ রিপোর্টার: দেবী সরস্বতীর ভরের ভারে উত্তাল হল কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বর৷ ঘটনার সূত্রপাত হয়, যখন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ক্লাস শুরু হওয়ার সময় এক ছাত্রী হঠাৎ করে বলতে শুরু করেন “সরস্বতী আমার উপর ভর করেছে৷”

তারপরেই শুরু করেন অস্বাভাবিক আচরণ৷ প্রথমে বিভাগীয় প্রধানের চেয়ারে বসে টেবিলে পা তুলে দেন৷ তা করতে বারণ করা হলে ঠেলে দেন সামনের কম্পিউটার৷ সহপাঠীরা বাধা দিতে গেলে জলের জাগ উল্টে দেন৷ তাঁদেরই তাড়া করেন৷ বাদ যাননি অধ্যাপক-অধ্যাপিকারাও৷

প্রায় ঘণ্টাখানেক এই অবস্থা চলে৷ শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পুলিশে খবর দিতে হয়৷ জোড়াসাঁকো থানার মহিলা পুলিশ এসে থানায় নিয়ে  যায় ওই ছাত্রীকে৷ খবর দেওয়া হয় তাঁর অভিভাবকদের৷

দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থেকে তাঁর অভিভাবকরা থানায় এলে ওই ছাত্রীকে তাঁদের হাতে তুলে দেওয়া হয়৷ অভিভাবকরা পুলিশকে জানান, তাঁদের মেয়ে মানসিকভাবে বিপর্যস্ত৷ তাই তিনি এই ধরনের আচরণ করেছেন৷ যদিও এই বিষয়ে পুলিশ কোনও মামলা শুরু করেনি৷ তবে বিদ্যের দেবীর ভরের ঠেলায় বিশ্ববিদ্যালয়ে সেদিনের পড়াশোনা মাথায় ওঠে সবার৷

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে