Advertisement
Advertisement

নামছে পারদ, বড়দিন পেরিয়ে চনমনে শীতের মেজাজ

নতুন বছরের আগেই গায়ে চাপাতে হবে সোয়েটার, জ্যাকেট৷

Post Christmas temperature of town will go down
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 26, 2016 3:34 pm
  • Updated:December 26, 2016 3:34 pm

স্টাফ রিপোর্টার: সান্তা ক্লজ ঢুকে পড়লেও জাঁকিয়ে পড়েনি শীত৷ বড়দিনের রাতে কপালে জমেছিল বিন্দু বিন্দু ঘাম৷ তবে আলিপুর আবহাওয়া দফতর সুখবর দিল, সোমবার রাত থেকেই নামবে পারদ৷ নতুন বছরের আগেই গায়ে চাপাতে হবে সোয়েটার, জ্যাকেট৷

এতদিন শহরে শীতের পথে বাধা হয়েছিল দু’টি ঘূর্ণাবর্ত৷ হাওয়া অফিসের মতে, জোড়া ঘূর্ণাবর্তের জেরে বায়ুমণ্ডলে ঢুকে পড়েছিল প্রচুর জলীয় বাষ্প৷ যা আটকে দিয়েছিল উত্তুরে হাওয়াকে৷ হরিয়ানা আর মিজোরামের উপরে থাকা ঘূর্ণাবর্তটি সরতে শুরু করেছে৷ হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণাবর্ত সরে গেলেই আকাশ পরিষ্কার হবে৷ তাপমাত্রা কমতে শুরু করবে সোমবার রাত থেকেই৷ মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে বলেই মনে করছে আবহাওয়া দফতর৷ সোমবার শহরের তা ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস৷

Advertisement

সোমবার সকালে পশ্চিমি ঝঞ্ঝা কাশ্মীর পেরিয়ে যাওয়ায় উত্তুরে হাওয়া প্রবেশের পথে আর তেমন কোনও বাধা থাকল না বলেই মনে করছে হাওয়া অফিস৷ ইতিমধ্যেই কাশ্মীর, শিমলায় শুরু হয়ে গিয়েছে তুষারপাত৷ সাধারণত ভূস্বর্গে তুষারপাত হলে সেখান দিয়ে বয়ে আসা উত্তুরে হাওয়া কনকনে ঠান্ডা হয়৷ তবে হাওয়া অফিস জানিয়েছে, কুয়াশার হাত থেকে এখনই রেহাই মিলবে না শহরের৷ যার ফলে হাওড়া, শিয়ালদহ থেকে ভোরের একাধিক ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় অনেকটাই দেরিতে চলছে৷ সোমবারও পূর্বা এক্সপ্রেস, বাঘ এক্সপ্রেসের মতো একাধিক ট্রেন অনেকটাই দেরিতে চলেছে৷ ঘন কুয়াশায় বিমান বন্দরেও বিমান ওঠানামায় দেরি হচ্ছে৷ উত্তর, উত্তর-পূর্ব ভারতেও একাধিক ট্রেন দেরিতে চলছে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ