Advertisement
Advertisement
Calcutta High Court

কলকাতা হাই কোর্টে বিদ্যুৎ বিভ্রাট! আচমকা অন্ধকারে ডুবল একাংশ

কেন এই বিপত্তি?

Power cut at Calcutta High Court

ফাইল ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:February 19, 2025 12:40 pm
  • Updated:February 19, 2025 1:12 pm  

গোবিন্দ রায়: কলকাতা হাই কোর্টে আচমকা বিদ্যুৎ বিভ্রাট। অন্ধকারে ডুবল লিগল এড-সহ হাই কোর্টের বেশ কিছু অফিস ও শতবর্ষ ভবন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ইঞ্জিনিয়ারদের। মিনিট তিনেকের মধ্যেই ফের জ্বলে ওঠে আলো। কিন্তু কেন এই বিপত্তি? প্রাথমিকভাবে জানা গিয়েছে, কোনও সুইচের সমস্যার কারণে এই ঘটনা। 

আদালত মানেই তুঙ্গে ব্যস্ততা। হাজার হাজার মামলাই শুধু নয়, তার সঙ্গে থাকে নানাবিধ কাজ। অন্য়ান্যদিনের মতোই বুধবার সকালে নির্দিষ্ট সময়েই কোর্টের কাজ শুরু হয়। কিছুক্ষণ পর আচমকা বিপত্তি! অন্ধকারে ডুবে যায় লিগল এড-সহ হাই কোর্টের বেশ কিছু অফিস ও শতবর্ষ ভবন। স্বাভাবিকভাবেই হুড়োহুড়ি শুরু হয়। খবর পেয়েই ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেন ইঞ্জিনিয়ার। তবে ঘড়ির কাঁটায় তিনমিনিটের মধ্যেই সমস্যা মিটে যায়। ফেরে বিদ্যুৎ। আবার জ্বলে ওঠে আলো।

Advertisement

কিন্তু কেন বিপত্তি? সিইএসসির তরফে জানানো হয়েছে, হাই কোর্টের বিদ্যুৎ অটোমেটিক। সিইএসসির তরফে কোনওভাবে বিদ্যুৎ বন্ধ হলে তাঁরা বুঝতে পারেন। কিন্তু এক্ষেত্রে কারণ তাঁদের এভাবে বলা সম্ভব নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, হাই কোর্টে থাকা কোনও সুইচে সমস্যার কারণেই পাওয়ার কাট। তবে কয়েকমিনিটের এই অন্ধকারে কার্যত নাজেহাল দশা হয়েছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement