সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছেলে-সহ গ্রেপ্তার করা হল প্রয়াগ গ্রুপের কর্তাকে। সিজিও কমপ্লেক্সে আজ সকাল থেকে দফায় দফায় জেরা করা হয় দু’জনকে। প্রায় পাঁচ ঘণ্টা জেরার পর সিবিআই তাদের গ্রেপ্তার করে। ধৃত বাসুদেব বাগচি ও অভীক বাগচিকে আগামীকাল আদালতে তোলা হবে। বেআইনিভাবে অর্থলগ্নি সংস্থা তৈরি করে আমানতকারীদের কাছ থেকে টাকা সংগ্রহ করার অভিযোগে এই গ্রেপ্তার বলে জানা গিয়েছে।
সিবিআই সূত্রে খবর, বুধবার সকাল থেকে শুরু হয় দফায় দফায় জেরা। তদন্তকারীরা বেশ কিছু প্রশ্নের সদুত্তর না পেয়ে গ্রেপ্তার করে প্রয়াগ গ্রুপের এই দুই সিএমডিকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.