Advertisement
Advertisement

ফর্ম ফিলাপের সময় বাড়ানোর দাবিতে প্রেসিডেন্সির রেজিস্ট্রার ঘেরাও

সমস্যার সমাধান মিলবে?

Presidency Registrar ‘gheraoed’ over admission row
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 28, 2017 11:00 am
  • Updated:February 28, 2017 11:08 am

স্টাফ রিপোর্টার: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরের প্রবেশিকা পরীক্ষায় ফর্ম পূরণের সময়সীমা বাড়ানোর দাবিতে দীর্ঘক্ষণ ঘেরাও করা হল রেজিস্ট্রারকে৷ সোমবার বিকেল থেকেই রেজিস্ট্রার দেবজ্যোতি কোনারকে ঘেরাও করে রাখেন ছাত্র সংসদের সদস্যরা৷ তাঁদের দাবি ছিল, আবেদন জানানোর সময়সীমা বাড়াতে হবে৷ উল্লেখ্য, এদিনই আবেদন জানানোর শেষ সময়সীমা ছিল৷ ছাত্র সংসদের বক্তব্য, যেহেতু পরীক্ষার দিন জানানো হয়নি, তাই মূলত গ্রামের ও প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীদের সুবিধায় আরও সময় দেওয়া হোক৷ পরীক্ষাকেন্দ্রের সংখ্যা বাড়ানোর দাবিও করেন তাঁরা৷ পরে মাঝরাতে রেজিস্ট্রারের সঙ্গে কথা বলেই ওঁরা ঘেরাও তোলেন৷

(এই ছয় মেট্রো স্টেশনে এবার মিলবে ওলা পরিষেবা)

তাঁদের বক্তব্য ছিল, রেজিস্ট্রার চাইলে চলে যেতে পারেন৷ তবে রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছেড়ে যাননি৷ তিনি দফায় দফায় সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন৷ গভীর রাত থেকে ছাত্র সংসদের সদস্যরা অবস্থান চালিয়ে যান৷ যেহেতু প্রেসিডেন্সিতে স্নাতক স্তরের প্রবেশিকার পরীক্ষা গত বছর থেকেই নিয়ন্ত্রণ করছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড৷ তাই রেজিস্ট্রার জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কর্তাদের সঙ্গেও আলাদাভাবে কথা বলেন৷ আজ দুপুরের পরেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ