Advertisement
Advertisement

Breaking News

২০০ বছরের প্রেসিডেন্সিতে উৎসব শুরু ৬ জানুয়ারি

৬ জানুয়ারি প্রিন্সেপ ঘাটে রাজ্যের অন্যতম এই কুলীন শিক্ষাপ্রতিষ্ঠানের দ্বিশতবার্ষিকী পালন অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

presidency's 200yr anniversary will start on 6th January
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 20, 2016 10:38 am
  • Updated:June 23, 2022 6:22 pm

স্টাফ রিপোর্টার: প্রেসিডেন্সির দ্বিশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধনী মঞ্চে চাঁদের হাট৷

আগামী বছর ২০ জানুয়ারি প্রেসিডেন্সি কলেজ তথা অধুনা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় দু’শো বছরে পা দিতে চলেছে৷ তার আগে ৬ জানুয়ারি প্রিন্সেপ ঘাটে রাজ্যের অন্যতম এই কুলীন শিক্ষাপ্রতিষ্ঠানের দ্বিশতবার্ষিকী পালন অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ওইদিন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রেসিডেন্সির প্রাক্তনী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকেও আমন্ত্রণ জানানো হচ্ছে৷ ২০ জানুয়ারি প্রতিষ্ঠা দিবসে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ বুধবার সাংবাদিক সম্মেলন করে দ্বিশতবার্ষিকী পালন অনুষ্ঠানের সূচি ঘোষণা করেছে প্রেসিডেন্সি কর্তৃপক্ষ৷ এদিন দ্বিশতবার্ষিকী উপলক্ষ্যে একটি নয়া লোগোও উদ্বোধন করা হয়৷

Advertisement

উপাচার্য অনুরাধা লোহিয়া জানান, ৫ জানুয়ারি থেকে বছরব্যাপী অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে৷ ৬ জানুয়ারি রয়েছে আনুষ্ঠানিক উদ্বোধন৷ শিক্ষাবিদ, প্রাক্তনী থেকে শুরু করে খ্যাতনামা সাহিত্যিকদের আমন্ত্রণ জানানো হয়েছে৷ ওইদিন থেকেই শুরু হচ্ছে আন্তর্জাতিক মানের ‘গ্লোবাল এডুকেশন সামিট’৷ উপস্থিত থাকছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন৷ ৬ জানুয়ারি থেকে শুরু হয়ে এডুকেশন সামিট চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত৷ শুধুমাত্র নোবেলজয়ী জ্যঁ টেরর বক্তব্য রাখবেন ৫ জানুয়ারি৷

Advertisement

টানা এক বছর ধরে প্রেসিডেন্সির দু’শো বছর পূর্তি অনুষ্ঠান চলবে৷ সারা বছর ধরেই নানা ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে৷ এজন্য রাজ্য সরকারের তরফে ১০ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে৷ এর আগে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের খাতে ৫০ কোটি টাকা বরাদ্দ করেছিল সরকার৷ আগামী বছর ডিসেম্বর মাসের মধ্যেই ক্যাম্পাসের পরিকাঠামোগত উন্নয়ন শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে৷ ক্যাম্পাসের কেন্দ্রীয় গ্রন্থাগারটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে৷ মিউজিয়াম তৈরি থেকে শুরু করে ভবনগুলির সংস্করণের কাজ চলছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ