Advertisement
Advertisement

তোলা দিতে রাজি না হওয়ায় গুলি? দমদম পার্ক কাণ্ডে নয়া মোড়

শনিবার সকালে গুলি চলে দমদম পার্কে৷

Promoter shoot for not giving extortion in Dumdum
Published by: Tanumoy Ghosal
  • Posted:October 28, 2018 11:13 am
  • Updated:October 28, 2018 1:20 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তোলা দিতে রাজি না হওয়াতেই কি প্রোমোটার শেখর রায়কে লক্ষ্য গুলি চালাল দুষ্কৃতীরা? দমদম পার্কে গুলি চালনার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার৷ তাঁদের দাবি, বেশ কয়েক দিন ধরে পাঁচ লক্ষ টাকা চেয়ে ফোনে ওই প্রোমোটারকে হুমকি দিচ্ছিল বাবু নায়েক নামে এক দুষ্কৃতী৷ কিন্তু টাকা দিতে রাজি হননি শেখর৷ সেই আক্রোশেই তাঁকে লক্ষ্য করে গুলি চলেছে৷ অভিযুক্ত পলাতক৷ তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷

[ শহরে ফের অটোচালকের দাদাগিরি, যুগলকে স্কুটি থেকে নামিয়ে হেনস্তা ও মারধর]

Advertisement

শনিবার দিনেদুপুরে গুলি চলে দমদম পার্কে৷ গুলিবিদ্ধ হন স্থানীয় প্রোমোটার শেখর রায়৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দমদম পার্কে একটি বহুতল নির্মাণের কাজ চলছে৷ সকালে সেই বহুতলের নিচে দাঁড়িয়ে চিত্তজিৎ রায় নামে একজনের কথা বলছিলেন শেখরবাবু৷ বাইকে করে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দেয় দুই দুষ্কৃতী৷ দু’জনেরই মুখে কালো কাপড় বাঁধা ছিল৷ শেখর রায়ের ডান হাতে গুলি লাগে৷ রক্তাক্ত অবস্থা মাটিতে লুটিয়ে পড়েন তিনি৷ ততক্ষণে গুলির শব্দে ঘটনাস্থলে চলে চলে এসেছেন আশেপাশে লোকজন৷ গুরুতর আহত শেখরবাবুকে উদ্ধার হাসপাতালে নিয়ে যান তাঁরাই৷ এখন বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালের ভরতি দমদমের প্রোমোটার শেখর রায়৷

Advertisement

কিন্তু, তাঁকে লক্ষ্য করে কেন গুলি চালাল দুষ্কৃতীরা? পরিবারের লোকেরে বক্তব্য, গত কয়েক দিন ধরেই পাঁচ লক্ষ টাকা চেয়ে শেখর রায়কে হুমকি দিচ্ছিল বাবু নায়েক নামে এক দুষ্কৃতীরা৷ কিন্তু, টাকা দিতে রাজি হননি তিনি৷ সেই আক্রোশেই বাবু নায়েকের লোকেরই ওই প্রোমোটারকে লক্ষ্য করে গুলি চালিয়েছে৷ থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্তের পরিবারের লোকেরা৷ এদিকে ঘটনার পর থেকে পলাতক বাবু৷ শনিবার রাতে তার বাড়িতে গিয়েছিলেন দমদম থানার পুলিশ আধিকারিকরা৷ গুলিবিদ্ধ শেখর রায়ের দুই বন্ধুকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে৷  

ছবি: গোপাল দাস

[শহিদ মিনারে বসার অনুমতি দিচ্ছে না সেনা, শহরের চার পয়েন্টে এবার বাজি বাজার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ