সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিঙ্গার ল্যাকটেট স্যালাইনের পর আরও এক ইঞ্জেকশন নিষিদ্ধ হল আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। চিকিৎসকদের কাছ থেকে একগুচ্ছ অভিযোগ পাওয়ার পর রোগীস্বার্থে ভিশন প্যারেনটেরল প্রাইভেট লিমিটেডের ম্যাননিটোল ইঞ্জেকশন ব্যবহার আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই ইঞ্জেকশনটি হৃদরোগের চিকিৎসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার্ডিয়াক অ্যারেস্ট, ব্রেন স্ট্রোক এবং চোখের স্ট্রোকের চিকিৎসায় ‘গোল্ডেন আওয়ারে’ ম্যাননিটোল ইঞ্জেকশনটি দিতে হয়। হাসপাতালের কর্তৃপক্ষের নয়া সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে আর রোগীদের এই সংস্থার নির্দিষ্ট ব্যাচের ইঞ্জেকশন-ওষুধ দেওয়া হবে না। প্রেসক্রিপশনেও এই ওষুধ বা ইঞ্জেকশনের নামও লেখা হবে না। বিষয়টি স্বাস্থ্যভবনেও জানানো হয়েছে।
জানা গিয়েছে, মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যুর পর রিঙ্গার ল্যাকটেট নিষিদ্ধ করা হয়। এরপর সব হাসপাতাল নিয়ে জরুরি আলোচনা করে স্বাস্থ্যভবনের কর্তারা। সেই বৈঠকে জানিয়ে দেওয়া হয় ওষুধ ইঞ্জেকশন নিয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে সরকার। রোগী স্বার্থে ব্যাচ নম্বর যেমন রেকর্ড করতে হবে তেমনই কোনও ইঞ্জেকশন ওষুধ রোগীদের উপর প্রয়োগ করার পর সঠিক সময়ে যদি রোগের উপসর্গের উপশম না হয় সঙ্গে সঙ্গে সেই সংস্থার ওষুধ, ইঞ্জেকশন ব্যবহার বন্ধ করতে হবে। একই সঙ্গে ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি এবং সেন্ট্রাল ড্রাগ স্টোর্সকে গোটা বিষয়টি রিপোর্ট আকারে জানাতে হবে। সেই তথ্য জানাতে হবে স্বাস্থ্যভবনকেও।
সেই নির্দেশ মতো এদিন তড়িঘড়ি সিদ্ধান্ত নিল আর জি কর হাসপাতাল কর্তৃপক্ষ। ওষুধ নিষিদ্ধ করার কথা স্বাস্থ্যভবনে জানিয়েছেন আর জি কর হাসপাতালের উপাধ্যক্ষ ডা. সপ্তর্ষি চট্টোপাধ্যায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.