Advertisement
Advertisement

Breaking News

দোলের আনন্দ মাটি করতে পারে জোড়া ঘূর্ণাবর্তের বৃষ্টি

সকালে ঘন কুয়াশা ঘিরে ফেলে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা৷

Rain can spoil this holy for Kolkata

ফাইল ছবি।

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 9, 2017 3:19 am
  • Updated:March 9, 2017 3:30 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বসন্তের অকাল বৃষ্টি নামিয়ে দিল শহর কলকাতার পারদ৷ বৃহস্পতিবার সকালে ঘন কুয়াশা ঘিরে ফেলে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা৷ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এদিনও আংশিক মেঘলা থাকবে আকাশ৷ রয়েছে বৃষ্টির সম্ভাবনা৷ সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও৷ ঝড়-বৃষ্টির এই পালা চলতে পারে দোল পর্যন্ত৷ এমনটাই জানিয়েছে হাওয়া অফিস৷

‘সন্ত্রাসবাদীরা যেন ভুলে না যায় তাদেরও পরিবার রয়েছে!’

Advertisement

বৃহস্পতিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস৷ সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি৷ বুধবারও দিনভর আকাশ মেঘলা ছিল৷ আকাশভাঙা বৃষ্টির দৌলতে ভেঙেছে এক দশকের পুরনো রেকর্ড৷ মার্চ মাসে অকাল বৃষ্টির নতুন নজির গড়েছে বুধবারের কলকাতা৷ মাসের গোড়ায় যে মহানগরে ব্যারোমিটারের পারদ পৌঁছে গিয়েছিল প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াসে, এদিন বৃষ্টির জেরে সেখানে সর্বোচ্চ তাপমাত্রা নেমে আসে স্বাভাবিকের ৬ ডিগ্রি নিচে৷ এদিন কলকাতায় বিকেল পর্যন্ত বৃষ্টি হয়েছে ৪২ মিলিমিটার৷ দশ বছরের নথি ঘেঁটে আলিপুর জানায়, এর আগে মার্চের বৃষ্টিতে তালিকার শীর্ষে ছিল ২০০৯ সালের ১২ মার্চ – ২৯.৫ মিলিমিটার৷

Advertisement

৬৯ বছর ধরে বিনামূল্যে প্রসূতিদের চিকিৎসা করছেন ইনি

আবহাওয়ায় এমন ভোলবদল কেন? আলিপুরের ব্যাখ্যা, এর নেপথ্যে জোড়া ঘূর্ণাবর্ত৷ আলিপুর আবহাওয়া দপ্তরের উপমহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে৷ বাংলাদেশের উপরে রয়েছে আরও একটি৷ এই ‘জোড়া ফলা’র টানে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে উষ্ণ-আর্দ্র বাতাস বঙ্গে ঢুকছে৷ সেটাই বজ্রগর্ভ মেঘ তৈরি করে কলকাতা ও রাজ্যের উপকূলে বৃষ্টি নামাচ্ছে৷ আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঘূর্ণাবর্ত দু’টির সক্রিয়তার জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটি নিম্নচাপ অক্ষরেখার সৃষ্টিরও প্রভূত সম্ভাবনা রয়েছে৷

এবার দোলে বাজার মাতাবে বেলপাতার আবির

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ