Advertisement
Advertisement

পুজোয় ‘অসুররূপী’ বৃষ্টিকে নিয়ে চিন্তায় দর্শনার্থীরা

আজ দিনভর চলবে রোদ-বৃষ্টির লুকোচুরি৷

Rain spoiler alert for Durga Puja
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 7, 2016 2:29 pm
  • Updated:October 7, 2016 2:29 pm

স্টাফ রিপোর্টার: সকাল থেকেই মেঘের ভ্রুকুটি, সঙ্গে বৃষ্টি৷ রাস্তাঘাটে কাদা-জল৷ তবে তাতেও অবশ্য ষষ্ঠীর সকালে উৎসাহে ভাটা পড়েনি আম-বাঙালির৷ অসুররূপী বৃষ্টিকে উপেক্ষা করেই মণ্ডপে মণ্ডপে ভিড় উপচে পড়েছে৷ কারও মাথায় ছাতা৷ আবার কেউ বা প্রেমিকার হাত ধরে বৃষ্টিকে উপভোগ করেই মণ্ডপে ঢোকার লাইনে দাঁড়ালেন৷ বৃষ্টি যতই হোক! আবহাওয়াকে কোনওভাবেই উৎসবের আনন্দে থাবা বসাতে দিতে নারাজ শহরবাসী৷

বোধনের আগেই চতুর্থী-পঞ্চমীতে জনপ্লাবন দেখেছে তিলোত্তমা৷ আর আজ মায়ের বোধন৷ তাই ষষ্ঠীর সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের৷ বেলায় তো ভিড় আরও বাড়বে৷ কোথাও নাতির হাত ধরে ঠাকুর দেখতে দেখা গেল ৮০ বছরের বৃদ্ধাকে৷ কোথাও আবার সদ্য কলেজে পা দেওয়া তরুণীকে দেখা গেল শাড়ি পরে বয়ফ্রেন্ডের হাত ধরে ঘুরতে৷ সকালেই কোথাও কোথাও এক পশলা বৃষ্টি৷ দিনভর চলল আকাশে রোদ-বৃষ্টির লুকোচুরি৷ তবুও সেসবকে হেলায় উড়িয়ে ষষ্ঠীতে জনজোয়ারে ভাসল তিলোত্তমা৷ সাধারণ মানুষের একটাই আকুতি অসুররূপী বৃষ্টি যেন উৎসবে বাধা হয়ে না দাঁড়ায়৷ শুক্রবার দিনভর মাঝেমধ্যেই বৃষ্টি বাঙালির উৎসবে ব্যাঘাত ঘটাতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ কারণ বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নতুন অতিথি হয়ে এসেছে৷ ফলে বৃষ্টির সম্ভাবনা রয়েইছে৷ তবে সে-সবে দমতে রাজি নয় রাজ্যবাসী৷ সকাল হতেই তাই বাধনহারা তিলোত্তমা৷

Advertisement

গত দু’দিনের চেয়ে রাতে ভিড় আরও বাড়বে৷ সেই আশঙ্কাতেই আজ সকাল থেকেই ভিড় হয়েছে মণ্ডপে মণ্ডপে৷ দুপুরের পর থেকেই অটো বন্ধ, যানজটে গাড়ি নিয়ে বের হলেও চাকা সরছে না৷ ফলে আজ রাতে কী হবে তা নিয়ে চিন্তায় প্রশাসনও৷ তবে সবরকম পরিস্থিতি মোকাবিলায় রাস্তায় মোতায়েন রয়েছে প্রচুর পুলিশবাহিনী৷ আগামিকাল থেকে সারারাত চলবে মেট্রোও৷ এককথায়, উৎসবে ভাসছে তিলোত্তমা৷ আনন্দে ভাসছে মহানগর৷ আনন্দে ভাসছে গোটা রাজ্যই৷ শুধু কলকাতা নয়৷ শহরতলি ও জেলাতেও সাধারণ মানুষ উৎসবে মেতেছেন৷ হাতে তো আর চারটে দিন৷ সারাবছরের ক্লান্তি মুছে আনন্দ চেটে-পুটে নিতে প্রস্তুত সব জেনারেশনের মানুষই৷

Advertisement

কালীঘাট মেট্রো স্টেশনে নামার পর থেকেই যেন দক্ষিণের ভিড় ছড়িয়ে পড়ছে যাচ্ছে গোটা রাস্তায়৷ একটা করে মেট্রো থামছে৷ আর স্টেশন থেকে বের হচ্ছে মানুষের ঢল৷ সুরুচি থেকে দেশপ্রিয় পার্ক, ত্রিধারা, চেতলা অগ্রণী৷ হাজারো বড় পুজো৷ তাই ভিড় বাড়ছে ক্ষণে ক্ষণে৷ রাস্তায় যানজট সামলাতে সকাল থেকে নেমে পড়েছেন কলকাতা পুলিশের বড় কর্তারা৷ সবাই যেন বাধনহারা৷ চোখেমুখে নেই কোনও ক্লান্তির ছাপ৷ পঞ্চমীর রাতে তিন ঘণ্টা লাইন দিয়েও কেউ কেউ একটা ঠাকুর দেখেছেন৷ কিন্তু তাতেও হাল ছাড়েননি৷ কাছের মানুষের হাত ধরে পৌঁছে গিয়েছেন পাশের মণ্ডপে৷ দক্ষিণে যখন জনপ্লাবন৷ উত্তরে তখন জনজোয়ার৷ শ্যামবাজার, শোভাবাজার মেট্রো স্টেশন থেকে মানুষের ঢল বেরিয়েছে পঞ্চমীর রাত থেকেই৷

এবার পুজো যেন দু’দিন আগেই শুরু হয়েছে বাঙালির৷ শুধু কলকাতা নয়৷ গোটা রাজ্যে৷ হাওড়া-হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বর্ধমান, আসানসোল, দুর্গাপুর–সর্বত্রই মণ্ডপে মণ্ডপে ভিড় উপচে পড়েছে সকাল থেকেই৷ শহরের পুজোমণ্ডপগুলোতে দুপুরের পর থেকেই দর্শনার্থীদের লম্বা লাইন চোখে পড়েছে৷ পুলিশ সামাল দেওয়ার চেষ্টা করলেও উত্তর থেকে দক্ষিণ যানজট বেশ ভুগিয়েছে শহরবাসীকে৷ তবে এসবই খণ্ডচিত্র মাত্র৷ যা কোনওভাবে উৎসববিমুখ করতে পারেনি শহরবাসীকে৷ ‘ডেস্টিনেশন মণ্ডপ’৷ এই স্লোগানেই রাস্তায় নেমেছে আম বাঙালি৷ কোথাও কোথাও ভিআইপি পাসের ক্ষেত্রেও দেখা গিয়েছে লম্বা লাইন৷ ফলে এককথায় ষষ্ঠীর সকালেই উৎসবে মেতেছে আমবাঙালি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ