Advertisement
Advertisement

জামাইষষ্ঠী থেকে ফেরার পথে আক্রান্ত দম্পতি, সোদপুর স্টেশনে বধূকে ধর্ষণের চেষ্টা

রাতের স্টেশনে যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷

Rape attempt on housewife at Sodepur Station
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 21, 2018 11:56 am
  • Updated:June 21, 2018 11:56 am

সুব্রত বিশ্বাস: সোদপুর স্টেশনে প্রকাশ্যে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ উঠল একদল মদ্যপ যুবকের বিরুদ্ধে৷ অভিযোগ, একদল মদ্যপ যুবক গৃহবধূ ও তার স্বামীকে স্টেশনে ফেরে বেধড়ক মারধর শুরু করে৷ স্বামীকে বাঁচাতে আক্রান্ত হন গৃহবধূ৷ স্টেশন লাগোয়া জঙ্গলে ওই গৃহবধূকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ দম্পতির৷ বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটলেও এখনও পর্যন্ত পুলিশ কাউকেই গ্রেপ্তার করতে পারেনি৷

[জেলে মাদক-মোবাইল রুখতে পদস্থ কর্তাদেরও তল্লাশি শুরু আলিপুর সেন্ট্রাল জেলে]

নৈহাটির মাদ্রালের বাসিন্দা এক দম্পতি দমদমের আত্মীয়ার বাড়ি থেকে ফেরার পথে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়৷ দম্পতির মধ্যে বিবাদ চূড়ান্ত আকার নিলে সোদপুর স্টেশনে নেমে যান তাঁরা৷ ৪ নম্বর প্ল্যাটফর্মের উপর দু’জনের মধ্যে কথা কাটাকাটি আরও জটিল আকার নেয়৷ স্বামী ও স্ত্রীর বচসা চলাকালীন জনা সাতেক যুবক হাজির হয়ে গৃহবধূ ও তাঁর স্বামীকে মারধর শুরু করে স্টেশনের চত্বরের মধ্যেই৷ কিছু বুঝে ওঠার আগেই গৃহবধূর স্বামীকে মাটিতে ফেলে মারধর চালায় একদল মদ্যপ যুবক৷ স্বামীকে বেধড়ক মারধরের পর গৃহবধূকে স্টেশন লাগোয়া জঙ্গলে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়৷ ধর্ষণেরও চেষ্টা চালানো হয় বলে অভিযোগ৷ মহিলার পোশাক খোলারও চেষ্টা করা হয়৷

Advertisement

[বৃষ্টি হলেও আর্দ্রতার জন্য অস্বস্তি থাকবে বঙ্গে, সপ্তাহান্তে সক্রিয় হবে মৌসুমি বায়ু]

স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে ওই দম্পতির প্রাথমিক চিকিৎসা করানো হয়৷ সেখানেই ওই দম্পতি দমদম জিআরপি গিয়ে অভিযুক্ত যুবকদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন৷ দম্পতির অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ তবে, ঘটনার ১২ ঘণ্টা পরও অধরা অভিযুক্তরা৷ অভিযুক্ত যুবকদের খোঁজে স্টেশনে লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে রেল সূত্র৷

[আঘাত ঠোঁটে, যৌনাঙ্গে অস্ত্রোপচারের জন্য শিশুকে ক্যাথিটার পরালেন চিকিৎসক]

তদন্ত শুরু হলেও রাতের লোকাল ট্রেনে যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ স্টেশন চত্বরে মদ্যপ যুবকদের উপস্থিতি ঘিরেও উঠছে প্রশ্ন৷ সোদপুর স্টেশন চত্বরে যখন ওই দম্পতিকে হেনস্থা করা হচ্ছিল, তখন প্লাটফর্মে থাকা যাত্রীরা কেন তাঁদের সাহায্যে এগিয়ে এলেন না, উঠেছে প্রশ্ন৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement