অর্ণব আইচ: জ্যোতিপ্রিয় মল্লিকের পর এবার জামিনে মুক্ত রেশন দুর্নীতি মামলায় ধৃত আনিসুর রহমান। তবে মানতে হবে একাধিক শর্ত। আদালতে জমা দিতে হবে পাসপোর্ট। তদন্তকারী অফিসাররা ডাকলেই হাজিরা দিতে হবে। ২৪ ঘণ্টা অন রাখতে হবে মোবাইল ফোন।
দীর্ঘদিন ধরেই রেশন দুর্নীতি মামলার তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পরবর্তীতে প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক-সহ বেশ কয়েকজন গ্রেপ্তার করে ইডি। স্ক্যানারে ছিলেন প্রাক্তন মন্ত্রী ঘনিষ্ঠ একাধিক ব্যবসায়ী। তাঁদেরও জেরার মুখে পড়তে হয়। গতবছর আগস্ট মাসে রেশন দুর্নীতি মামলায় দেগঙ্গার তৃণমূল নেতা আনিসুর রহমান ও তাঁর ভাই আলিফ তলব করেছিল ইডি। টানা ১৪ ঘণ্টা জেরা করা হয়। তার পর রাতে তাঁদের দুজনকে গ্রেপ্তার করা হয়। এদিন বিচার ভবনের ইডির বিশেষ আদালতের বিচারক জামিন মঞ্জুর করলেন আনিসুরের।
জানা গিয়েছে, ৫০ লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন আনিসুর। সাড়ে ১২ হাজার করে মোট ২৫ হাজার টাকার দুজন সিওরিটি বন্ড। এছাড়া একাধিক শর্ত মানতে হবে আনিসুরকে। পাসপোর্ট জমা রাখতে হবে আদালতে। নির্ধারিত শুনানির দিনে আদালতে হাজিরা দিতে হবে আনিসুরকে। তদন্তের স্বার্থে তদন্তকারী অফিসার যে দিন ডাকবেন হাজিরা দিতে হবে। একটি মোবাইল নম্বর ব্যবহার করতে হবে, যেটি সর্বক্ষণ অন থাকবে। তদন্তকারী সংস্থার কাছে সেই নম্বর দিয়ে রাখতে হবে। এসবের পাশাপাশি সাক্ষীদের প্রভাবিত করা যাবে না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.