ফাইল ছবি।
গোবিন্দ রায়: ‘অভয়া’র সুবিচার চেয়ে ১৬ জানুয়ারি রানি রাসমণি অ্যাভিনিউয়ে ধরনায় বসতে চায় রাত দখল ঐক্য মঞ্চ। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। তাই এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল সংগঠনটি। মঙ্গলবার মামলা দায়ের করার আবেদন জানিয়েছে তারা। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অনুমতিও দিয়েছেন। বুধবার শুনানির সম্ভবনা।
এ প্রসঙ্গে বলে রাখা দরকার, ১৮ জানুয়ারি শিয়ালদহ আদালতে আর জি কর মামলার রায়দান। সঞ্জয় রায়কেই একমাত্র দোষী হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওই দিন তার বিরুদ্ধে রায়দান হবে। তার আগে ধরনায় বসতে চায় রাত দখল ঐক্য মঞ্চ। নবান্নে ডেপুটেশন জমা দেওয়ার পরিকল্পনাও রয়েছে। কিন্তু পুলিশি অনুমতি অমিল। লালবাজার সূত্রে খবর, ওই দিন গঙ্গাসাগরের পুণ্যস্নান সেরে বাড়ি ফেরার পথ ধরবেন সাধু-সন্ত ও পুণ্যার্থীরা। সেই সময় ধরনা কর্মসূচির জন্য আলাদা করে নিরাপত্তা দেওয়া সম্ভব নয় পুলিশের পক্ষে। অশান্তিক আশঙ্কায় অনুমতি দেওয়া হয়নি। পুলিশকে কার্যত চ্যালেঞ্জ করে আদালতে গেল সংগঠনটি।
রাত দখল আন্দোলনের নেত্রী শতাব্দী দাস জানিয়েছেন, “অভয়ার ন্যায় বিচারের দাবিতে ১৪ আগস্টের ঐতিহাসিক রাত থেকে আমরা মেয়ে, ট্রান্স ও ক্যুয়ার মানুষেরা পথে ছিলাম, আছি, থাকব। আমরা আমাদের দাবি আদায় করতে আগামী ১৬ জানুয়ারি, ২০২৫ রানি রাসমণি রোডে অবস্থান করব ও নবান্নতে ডেপুটেশন জমা দেব।” কিন্তু কর্মসূচির অনুমতি মিলবে কি না সেটাই এখন দেখার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.