Advertisement
Advertisement
Abhishek Banerjee

Abhishek Banerjee: ‘ভুল শুধরে নিন’, তিন রাজ্যে পরাজয়ে কংগ্রেসকে খোঁচা অভিষেকের

সোমবার বিমানবন্দরে দাঁড়িয়ে এনিয়ে দীর্ঘ বার্তা দিলেন তিনি।

'Rectify your mistakes', Abhishek Banerjee message to Congress after their defeat in three states Assembly Election | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:December 4, 2023 12:30 pm
  • Updated:December 4, 2023 1:05 pm

সংবাদ প্রতিদিন ব্যুরো: তিন রাজ্যের নির্বাচনে ডাহা ফেল কংগ্রেস (Congress)। তা নিয়ে রাজনৈতিক মহলে নানা সমালোচনা শুরু হয়েছে। সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) অবশ্য সরাসরি সমালোচনা না করে ভুল সংশোধনের বার্তা দিলেন। দমদম বিমানবন্দরে (Dumdum Airport) দাঁড়িয়ে তিনি বললেন, ”যাঁরা জয়ী, তাঁদের শুভেচ্ছা। পরাজিতদের বলব, ভুল সংশোধন করে পরবর্তী সময়ে আরও শক্তিশালী হয়ে লড়াই করতে হবে। কংগ্রেসের প্রদেশ নেতৃত্ব আত্মতুষ্টিতে ভুগছে। প্রথম দিন থেকে বলছি, যে যেখানে শক্তিশালী, তাকে সেখানে লড়তে দেওয়া হোক। সেটা করলেই হয়ত এই বিপর্যয় হতো না।” অর্থাৎ কংগ্রেসের ‘একলা চলো’ নীতিকেই দুষলেন অভিষেক। সাফ বললেন, ”কংগ্রেসের যে অন্যদের পাশে সরিয়ে রেখে চলার মানসিকতা, তা যদি ৬ মাস, এক বছর আগে  সংশোধন করে নিত, তাহলে এমনটা হতো না। আমরাও তো নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়েছি। ২০১৯এ ভালো ফল হয়নি। কোথাও কী ভুলত্রুটি ছিল, তা বুঝে একুশে পদক্ষেপ নিয়েছি, জিতেওছি।”

কংগ্রেসের এই ফলাফলের পর বিরোধী INDIA জোটের ভবিষ্যত কী? এদিন এই প্রশ্ন করা হলে অভিষেকের জবাব, ”ভবিষ্যৎ আমি বা আমরা ঠিক করব না। মানুষই ঠিক করবে।” রবিবার জয়ের পর প্রধানমন্ত্রী মোদির বক্তব্য ছিল, তিন রাজ্যের জয় চব্বিশে হ্যাটট্রিকের ইঙ্গিত। তা নিয়ে অভিষেকের প্রতিক্রিয়া, ”সেটাও মানুষই বলবে। এর আগে যখন মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে কংগ্রেস জিতেছিল, তখন বিজেপি বলেছিল, এর প্রভাব লোকসভা নির্বাচনে পড়বে না। তো তাদের যুক্তি অনুযায়ী এখন আমরাও বলব, তিন রাজ্যে জয়ের প্রভাব চব্বিশের নির্বাচনে পড়বে কি না, তা মানুষই বলবে।” 

Advertisement

[আরও পড়ুন: মিজোরামে ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলল ZPM, গদিচ্যুত জোরামথাঙ্গা, বিজেপি-কংগ্রেস নামমাত্র]

কংগ্রেসের ‘দাদাগিরি’ নিয়ে সমালোচনা আগেও শোনা গিয়েছে তৃণমূলের অন্দরে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও একাধিকবার সতর্ক করেছেন। তাঁর সঙ্গে দলের বর্ষীয়ান নেতাদের সুসম্পর্ক থাকলেও প্রদেশ কংগ্রেসের ভূমিকা নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ তৃণমূল নেত্রী। INDIA জোটের অন্যতম সদস্য হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কংগ্রেসের মানসিকতা নিয়ে বেশ অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁর আজকের বার্তাতেও তা স্পষ্ট। বার বারই তিনি ভুল শোধরানো, সকলকে গুরুত্ব দিয়ে একসঙ্গে লড়াইয়ের কথা বললেন। তাঁর কথায়, ”সময় কম, সকলে হাতে হাত মিলিয়ে আগামী নির্বাচনে লড়তে হবে।”

Advertisement

[আরও পড়ুন: জাতীয় সঙ্গীত অবমাননা ইস্যু: এফআইআরকে চ্যালেঞ্জ, হাই কোর্টে ১০ বিজেপি বিধায়ক]

ভাইয়ের বাগদান অনুষ্ঠান, বিয়ে উপলক্ষে সোমবারই উত্তরবঙ্গে রওনা হয়েছেন তৃণমূল সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন দমদম বিমানবন্দর থেকে দুপুর ১টার বিমানে তিনি বাগডোগরার উদ্দেশে রওনা দেবেন। সেখানে নেমে সড়কপথে কার্শিয়াং যাওয়ার কথা। কার্শিয়াংয়ের (Karseong) এক পাঁচতারা হোটেলে থাকবেন অভিষেক। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ