সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্য মন্ত্রিসভায় রদবদল হল শনিবার। তথ্য ও সংস্কৃতি দপ্তরে ফিরলেন ইন্দ্রনীল সেন। ওই দফতরের প্রতিমন্ত্রী হলেন তিনি। পর্যটন দফতরে সঙ্গে এই অতিরিক্ত দায়িত্ব সামলাবেন।
ভূমি ও ভূমি সংস্কার দফতরের প্রতিমন্ত্রী হলেন অসীমা পাত্র। স্বপন দেবনাথের স্থলাভিষিক্ত হলেন তিনি।
মন্ত্রী ছাড়াও সচিব স্তরেও কিছু রদবদল এসেছে এদিন। শিল্প দফতরের অতিরিক্ত দায়িত্ব পেলেন রাজীব সিনহা।
কৃষ্ণ গুপ্তা হলেন তথ্য-প্রযুক্তি সচিব।
উপভোক্তা বিষয়ক দফতরের সচিবের দায়িত্ব পেলেন তাল্লিন কুমার।