Advertisement
Advertisement
RG Kar Hospital

আর জি করের ধরনা মঞ্চে পরিত্যক্ত ব্যাগ, বোমা রয়েছে? আতঙ্কে বম্ব স্কোয়াডকে তলব

আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের মূল ফটকের কাছে জরুরি বিভাগের কাছে ধরনা মঞ্চ তৈরি করেছিলেন জুনিয়র চিকিৎসকরা। আপাতত তাঁরা স্বাস্থ্যভবনের সামনে অবস্থান করছেন। সিআইএসএফের ঘেরাটোপে থাকা হাসপাতালে এই ঘটনা ঘিরে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে।

RG Kar Hospital: Abandoned Bag Triggers Bomb Scare at RG Kar

আর জি করের ধরনা মঞ্চে পরিত্যক্ত ব্যাগ। নিজস্ব চিত্র।

Published by: Paramita Paul
  • Posted:September 12, 2024 12:40 pm
  • Updated:September 12, 2024 1:45 pm

রমেন দাস: আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ধরনা মঞ্চে পরিত্যক্ত ব্যাগ ঘিরে চাঞ্চল্য। তাতে বোমা রয়েছে বলে আশঙ্কা করে বম্ব স্কোয়াডকে ডাকা হয়েছে। এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। সিআইএসএফের ঘেরাটোপে থাকা হাসপাতালে এই ঘটনা ঘিরে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের(RG Kar Hospital) মূল ফটকের কাছে জরুরি বিভাগের কাছে ধরনা মঞ্চ তৈরি করেছিলেন জুনিয়র চিকিৎসকরা। আপাতত তাঁরা স্বাস্থ্যভবনের সামনে অবস্থান করছেন। ফলে হাসপাতালের অন্দরের মঞ্চ ফাঁকাই পড়ে রয়েছে। পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে থাকা ধরনামঞ্চ থেকে এদিন একটি পরিত্যক্ত ব্যাগ উদ্ধার হয়। যা দেখে বোমাতঙ্ক ছড়ায়। এক ঘণ্টার বেশি সময় পড়ে সন্দেহভাজন ব্যাগটি। 

Advertisement

[আরও পড়ুন: আর জি করে দুর্নীতির তদন্তে এবার অ্যাকশন ইডির, সাতসকালে শহরের তিন প্রান্তে হানা

খবর গিয়েছে টালা থানায়। ডাকা হয়েছে বম্ব স্কোয়াডকে। এলাকা ঘিরে রেখেছে পুলিশষ। বম্ব স্কোয়াড এলে ব্যাগ উদ্ধার করা হবে। কিন্তু নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে থাকা ধরনা মঞ্চে কীভাবে এল ব্যাগটি, তা নিয়ে উঠছে প্রশ্ন। 

[আরও পড়ুন: আন্দোলনের নেপথ্যে রাজনীতি! যেভাবে শর্ত আরোপ করা হয়েছে…ডাক্তারদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন রাজ্যের

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement