Advertisement
Advertisement

রূপাকে অব্যাহতি, বিজেপির মহিলা মোর্চার নয়া সভানেত্রী হলেন লকেট

রাজ্য নেতৃত্বে বড়সড় রদবদল।

Roopa shunted, Locket Chatterjee to head BJP's women wing
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 24, 2017 10:59 am
  • Updated:July 24, 2017 12:39 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্করাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী পদে বদল। রূপা গঙ্গোপাধ্যায়ের পরিবর্তে মহিলা মোর্চার নতুন সভানেত্রী হলেন লকেট চট্টোপাধ্যায়। সোমবারই রাজ্য বিজেপির তরফে মহিলা মোর্চার সভানেত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে লকেট চট্টোপাধ্যায়ের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল।

[শিশু পাচার চক্রের তদন্তে রূপা, কৈলাসকে তলব সিআইডির]

Advertisement

বস্তুত, দীর্ঘদিন ধরেই রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রীর দায়িত্ব থেকে রূপা গঙ্গোপাধ্যায়কে অব্যাহতি দেওয়া নিয়ে জল্পনা চলছিল। রাজ্যসভার সাংসদ হওয়ার, রূপা মহিলা মোর্চার সভানেত্রীর দায়িত্ব ঠিকমতো পালন করতে পারছিলেন না বলেও অভিযোগ উঠেছিল। শেষপর্যন্ত দলের মহিলা মোর্চার সভানেত্রীর দায়িত্ব থেকে রূপা গঙ্গোপাধ্যায়কে অব্যাহতি দিল বিজেপি রাজ্য নেতৃত্ব। বস্তুত, মহিলা মোর্চার নতুন সভানেত্রী হিসেবে লকেট চট্টোপাধ্যায়ের নামও অনেক আগেই চূড়ান্ত হয়ে গিয়েছিল। দলের সিদ্ধান্ত লকেট চট্টোপাধ্যায়কে জানিয়েও দেওয়া হয়। দলের মহিলার মোর্চার দায়িত্ব নিতে রাজি হন লকেট। এরপরই সোমবার আনুষ্ঠানিকভাবে মহিলা মোর্চার নতুন সভানেত্রী হিসেবে লকেট চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করল বিজেপি রাজ্য নেতৃত্ব।

Advertisement

[শিশু পাচারে তিনি জড়িত নন, নিজেকে নির্দোষ দাবি রূপার]

প্রসঙ্গত, রাজ্যে শিশু পাচারকাণ্ডে নাম জড়িয়েছে বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের। গত বৃহস্পতিবারই রূপা ও বিজেপির রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা কৈলাস বিজয়বর্গীয়কে তলব করেছে সিআইডি। সূত্রের খবর, আগামী ২৭ ও ২৯ তারিখে দু’জনকে ভবানী ভবনে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য গোয়েন্দা সংস্থা। এর আগে রাজ্যে শিশু পাচারচক্রে জড়িত সন্দেহে উত্তরবঙ্গের বিজেপি নেত্রী জুহি চৌধুরিকে গ্রেপ্তার করেছিলেন সিআইডি আধিকারিকরা। তাঁকে জেরা করেই রূপা গঙ্গোপাধ্যায় ও কৈলাস বিজয়বর্গীয়ের নাম জানতে পারেন তদন্তকারীরাযদিও রূপা গঙ্গোপাধ্যায়ের দাবি, তিনি নির্দোষ। রাজ্য সরকার পরিকল্পনামাফিক তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ