Advertisement
Advertisement

Breaking News

সাঁতরাগাছি কাণ্ডে রেলের বিরুদ্ধে তদন্ত করবে রাজ্যের বিশেষ কমিটি

চূড়ান্ত বিপাকে পূর্ব রেলের কর্তারা৷

Santragachi stampede: Mamata govt launch probe against Railways
Published by: Kumaresh Halder
  • Posted:October 27, 2018 4:03 pm
  • Updated:October 27, 2018 4:03 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাঁতরাগাছি দুর্ঘটনায় রেলকে আগেই দুষছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পরিস্থিতি পরিদর্শনের পর দুই মৃত ব্যক্তির পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণাও করেছিলেন মুখ্যমন্ত্রী৷ এবার রেলের উপর চাপ বাড়াতে সাঁতরাগাছি কাণ্ডের তদন্তে নামছে রাজ্য সরকার৷ বিশেষ তদন্ত কমিটি গঠন করে দুর্ঘটনার প্রকৃত কারণ খোঁজা হবে বলে নবান্ন সূত্রে খবর৷ জানা গিয়েছে, শিল্পসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ওই কমিটি সাঁতরাগাছি কাণ্ডের কারণ সম্পর্কে তদন্ত করে রিপোর্ট জমা দেবেন৷ সেই সঙ্গে কী করা উচিত, তার সুপারিশও করবে মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত এই বিশেষ কমিটি৷

[নিষিদ্ধ বাজির খোঁজে তল্লাশি, পুলিশের জালে ছিনতাইবাজ চক্রের মূল পাণ্ডা]

Advertisement

গত মঙ্গলবার সন্ধ্যায় সাঁতরাগাছিতে ফুট ওভারব্রিজ ভেঙে পড়ে৷ দুর্ঘটনায় গুরুতর  জখম হওয়ার পর হাসপাতালে দু’জনের মৃত্যু হয়৷ ঘটনার খবর পাওয়া মাত্র পুজো কার্নিভালের অনুষ্ঠান শেষ করে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, মুখ্যসচিব মলয় দেকে সঙ্গে নিয়ে সাঁতরাগাছি স্টেশন ও হাসপাতাল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ স্টেশনে দাঁড়িয়ে তিনি রাজ্য সরকারের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দেন৷ মুখ্যমন্ত্রী নির্দেশ দিতেই শুরু হয় গোটা প্রক্রিয়া৷ পরে শিল্পসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়৷

Advertisement

[দিনেদুপুরে দমদম পার্কে চলল গুলি, গুরুতর জখম এক প্রমোটার]

উৎসবের মধ্যেই রেল ওভারব্রিজ দুর্ঘটনার খবর পেয়ে চূড়ান্ত উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷  রেলের দায় নিয়েও প্রশ্ন তোলেন৷ সংবাদমাধ্যমে রেলের প্রতি পূর্ণ সহানুভূতি জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘রেলের আরও দায়িত্ববান হওয়া উচিত ছিল৷ ওভারব্রিজ দুর্ঘটনার দায় কোনওভাবেই এড়াতে পারে না রেল৷’’ সাঁতরাগাছি স্টেশনে দুর্ঘটনায় রেলের গাফিলতিকেই দায়ী করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার রেলের বিরুদ্ধে গাফিলতিতে মৃত্যু, গুরুতর আঘাত-সহ একাধিক ধারায় এফআইআর করেছে জিআরপি। একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর৷ ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজও জোগাড়ের কাজ চলছে বলে জানা গিয়েছে৷ একদিকে, রেলের বিরুদ্ধে জিআরপি’র এফআইআর দায়ের ও রাজ্য সরকারের তদন্ত কমিটি গঠনের জেরে চূড়ান্ত বিপাকে পূর্ব রেলের কর্তারা৷ মাঝেরহাট সেতু বিপর্যয়ের পরও একই ভাবে রেলের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছিল রাজ্য সরকার৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ