৯ আশ্বিন  ১৪৩০  বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

‘বয়স কম হলে শুভেন্দুকে চটি দিয়ে মারতাম’, সৌগতর মন্তব্যে বিতর্ক

Published by: Paramita Paul |    Posted: June 8, 2023 10:14 am|    Updated: June 8, 2023 10:14 am

Saugata Roy slams Suvendu Adhikari, BJP reacts

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বঙ্গ রাজনীতিতে ফের কুকথা। বিরোধী দলনেতাকে আক্রমণ করতে গিয়ে আবারও বেলাগাম সৌগত রায় (Saugata Roy)। শুভেন্দু অধিকারীকে ‘চপেটাঘাতে’-র নিদান দিলেন দমদমের সাংসদ। বললেন, “বয়স কম থাকলে শুভেন্দুকে চটি দিয়ে মারতাম।” স্বাভাবিকভাবেই তৃণমূল সাংসদের এহেন মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়েছে। সাংসদের মন্তব্য়কে সমর্থন করেনি রাজ্যের শাসক দলও। তাদের সাফাই, উনি উত্তেজনার বশে বলে ফেলেছেন হয়তো। তবে এধরনের মন্তব্যকে দল সমর্থন করে না। হিংসার পথে চলে না তৃণমূল। পালটা বিজেপির খোঁচা, এটাই তৃণমূলের রীতি।

বুধবার বরাহনগর নবজোয়ার যাত্রার প্রস্তুতি সভা ছিল। সেই সভা থেকেই শুভেন্দু অধিকারীকে ‘চপেটাঘাতে’র হুঁশিয়ারি দেন সৌগত। তাঁর কথায়, “শুভেন্দু বলছে, করমণ্ডল দুর্ঘটনার পিছনে তৃণমূল! ওঁর কি মাথা খারাপ হয়ে গেছে? কোথায় বালেশ্বর, অন্য রাজ্যে গিয়ে তৃণমূল অন্তর্ঘাত করবে? বয়স কম হলে শুভেন্দুকে চটি দিয়ে মারতাম।” দমদমের বর্ষীয়ান সাংসদ যখন এই কথা বলছেন সেই সময় মঞ্চে হাজির ছিলেন মন্ত্রী ব্রাত্য বসু, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষরা। উল্লেখ্য, সাংবাদিক সম্মেলন করে বিজেপি বিধায়ক শুভেন্দু অভিযোগ করেছিলেন, করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার পিছনে রয়েছে তৃণমূল। তাই সিবিআই তদন্তে ভয় পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

[আরও পড়ুন: কম দামের রেকর্ড! এক কাপ চায়ের দরে বিকোচ্ছে এক কেজি আম, মাথায় হাত চাষিদের]

সৌগত রায়ের মন্তব্য প্রসঙ্গে তৃণমূলের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, “উনি (সৌগত রায়) উত্তেজনার বশে বলে ফেলেছেন হয়তো। এই বহুদলীয় গণতন্ত্রে তৃণমূল এধরনের মন্তব্যকে সমর্থন করে না। হিংসার পথে চলে না তৃণমূল।” যদিও বিজেপির খোঁচা, “এটা নতুন কিছু না। এটাই তৃণমূল। ওটাই ওদের রীতিনীতি। কাউকে সম্মান দিতে ওঁরা জানে না। রাজ্য়ের বিরোধী দলনেতার সম্পর্ক এধরনের মন্তব্য করা যায় না।”

[আরও পড়ুন: মোটা বেতন, বোনাস থেকে ক্লাবের শেয়ার! বেকহ্যামের ক্লাবে কী কী পাবেন মেসি?]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে