Advertisement
Advertisement

পুজোয় সরকারি অনুদান মামলায় সুপ্রিম কোর্টেও জয় রাজ্যের

পুজো উদ্যোক্তাদের অনুদানে আর বাধা নেই৷

SC upholds HC verdict, victory for Mamata Govt
Published by: Kumaresh Halder
  • Posted:October 12, 2018 1:05 pm
  • Updated:October 12, 2018 1:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  কলকাতা হাই কোর্টের পর এবার সুপ্রিম কোর্টে বড় জয় রাজ্যের৷ পুজো উদ্যোক্তাদের সরকারি অনুদান ইস্যুতে কলকাতা হাই কোর্টের রায়ই বহাল রাখল শীর্ষ আদালত৷ মামলাকারীদের  দেওয়া তথ্যে সন্তুষ্ট না হয়ে মামলার হস্তক্ষেপ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিলেন বিচারপতি৷ তবে আগামী ছ’সপ্তাহের মধ্যে পুজোয় অনুদান দেওয়া নিয়ে রাজ্যকে হলফনামা  দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ স্থগিতাদেশ জারি না হওয়ার পুজো কমিটি সরকারি দেওয়ার আর কোনও আইনি বাধা নেই বলে  মত বিশেষজ্ঞদের৷ 

[জেলে আফতাবের জন্য এলাহি আয়োজন, মেনুতে থাকবে মাছ ও পাঁঠার মাংস]

চলতি সপ্তাহে হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্তের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, পুজো অনুদান মামলায় এই মুহূর্তে হস্তক্ষেপ করবে না আদালত৷ বিষয়টি আইনসভার বিচার্য৷ কলকাতা হাই কোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের নতুন করে দায়ের হয়  মামলা৷ সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই তৎপর হয়ে ওঠে রাজ্য৷ একতরফা রায় ঘোষণা রুখতে বৃহস্পতিবারই শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করে রাজ্য৷ শুক্রবার পুজো অনুদান মামলা শুনানি হল প্রধান বিচারপতি তরুণ গগৈ-র বেঞ্চে৷  রাজ্যের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, পথ নিরাপত্তা ও সাধারণ মানুষকে সচেতনতা করার জন্য পুজো উদ্যোক্তাদের ১০ হাজার টাকা অনুদান দেওয়ার হচ্ছে৷ অন্যদিকে মামলাকারীর আইনজীবার পালটা যুক্তি,  সাধারণ মানুষের করের টাকা সরকার যাকে-তাকে অনুদান দিতে পারে না৷ যদিও সেই যুক্তি ধোপে টেকেনি৷ উলটে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়,  সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে যদি  পুজো উদ্যোক্তাদের  অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার, তাহলে কোনও আপত্তি জানানো উচিত নয়৷

Advertisement

[২০ দিনেই মাঝেরহাটে তৈরি বিকল্প রাস্তা, আজ খুলছে বেইলি সেতু]

Advertisement

কলকাতা শহরে ছোটবড় মিলিয়ে প্রায় হাজার তিনেক পুজো হয়৷ জেলায় দুর্গাপুজোর সংখ্যা প্রায় ২৫ হাজার৷ এ বছর রাজ্যের প্রতিটি পুজো কমিটিকেই ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অর্থাৎ রাজ্যের প্রায় ২৮ হাজার পুজো কমিটিকে স্রেফ অনুদান দিতে সরকারের খরচ হবে ২৮ কোটি টাকা৷ জনগণের টাকা পুজোর কমিটিকে অনুদান দেওয়া বিরুদ্ধে একটি জনস্বার্থ মামলা হয় কলকাতা হাই কোর্টে৷ পুজোয় অনুদানে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছিল হাই কোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷ মঙ্গলবার মামলার শুনানিতে হলফনামা পেশ করে রাজ্য সরকার৷ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, ‘পুজো করার জন্য এই টাকা দেওয়া হচ্ছে না৷ নিরাপত্তার খাতে সরকারে যে আর্থিক বরাদ্দ থাকে, সেখান থেকে সাধারণ মানুষের স্বার্থেই এই অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে’। সরকারপক্ষের আইনজীবীর আরও বক্তব্য, সরকারের আর্থিক বরাদ্দে অনিয়মে বিষয়টি দেখার জন্য অডিটর জেনারেলকে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি৷ তাই আর্থিক বরাদ্দ নিয়ে জনস্বার্থ মামলা করাও ঠিক নয়৷ দু’পক্ষে সওয়াল শোনার পর মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুজো অনুদানে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশই বহাল রাখে হাই কোর্টের ভারপ্রাপ্ত বিচারপতি দেবাশিস করগুপ্তের ডিভিশন বেঞ্চ৷ শেষপর্যন্ত সরকারের বক্তব্যকে মান্যতা দিয়ে মামলাটি খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট৷ এর নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হয় মামলা৷ কিন্তু, সেখানেও কলকাতা হাই কোর্টের নির্দেশকে মান্যতা দেয় দেশ শীর্ষ আদালত৷  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ