ফাইল ছবি।
গৌতম ব্রহ্ম: নবান্নের নিরাপত্তা বাড়ানো হচ্ছে। বাড়ছে মুখ্যমন্ত্রীর প্রবেশপথের নিরাপত্তাও। বুধবার বেলা পৌনে বারোটা নাগাদ নবান্নে হঠাৎ কয়েকজন বিধায়ককে নিয়ে হাজির হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ১৪ তলায় গিয়ে দেখা করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে। ১২টা ১০ নাগাদ শুভেন্দু বেরিয়ে যান। তার পরই নবান্নের নিরাপত্তা নিয়ে পর্যালোচনামূলক বৈঠকে বসেন পুলিশকর্তারা।
উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল, ডিসি (রিজার্ভড ফোর্স) অভিষেক গুপ্তা। সেখানেই গোয়েন্দা বিভাগকে আরো সক্রিয় করে নবান্নের গেট গুলিতেও বাড়তি পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত হয়। জানা গিয়েছে, এতদিন মুখ্যমন্ত্রীর প্রবেশপথের নিরাপত্তা সামলাতেন কলকাতা পুলিশের কনস্টেবলরা। এবার সেই পথের নিরাপত্তা দেখভাল করবেন কলকাতা পুলিশের সাব-ইন্সপেক্টর পদের অফিসাররা। সাংসদে ধোঁয়া-বোমা হামলার ঘটনায় ইতিমধ্যেই নবান্নের নিরাপত্তা নিয়ে একপ্রস্থ বৈঠক হয়েছে।
জানা গিয়েছে, ‘আরএফআইডি’ প্রযুক্তি কাজে লাগিয়ে পার্কিংয়েও বিশেষ নজর রাখতে বলা হয়েছে কলকাতা পুলিশকে। ঢোকা ও বেরনোর সময় নবান্নের গেটগুলিতে যাতে বিশেষভাবে নজরদারি চালানো হয় তা নিয়েও সক্রিয় হতে বলা হয়েছে। এবার মুখ্যমন্ত্রীর প্রবেশ পথ -সহ নবান্নের গেটগুলির নিরাপত্তাও বাড়ানো হল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.