Advertisement
Advertisement

Breaking News

পরিবর্তনের সাত বছর পূর্তি, বাংলার মানুষকে অভিনন্দন মমতার

বাম শাসনের অবসানে 'পরিবর্তন' যুগের শুরু এই দিনেই৷

Seven years of Bengal governance
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 13, 2018 6:03 pm
  • Updated:May 13, 2018 6:03 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সালটা ছিল ২০১১-র ১৩ মে৷ বাংলার অগ্নিকন্যার হাত ধরে হয়েছে ‘পরিবর্তন’ যুগের সূচনা৷ বাংলার রাজনৈতিক ইতিহাসে লেখা হয়েছিল নতুন অধ্যায়৷ মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ থেকে ঠিক সাত বছর আগে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ লাল দুর্গের দম্ভ গুঁড়িয়ে প্রথমবার মহাকরণে পা রেখে শুরু করেছিলেন পরিবর্তনের সরকার৷ সেই শুরু৷

[তরুণীকে দেখে হস্তমৈথুন: মহিলা সহযাত্রীর পাশে দাঁড়াতেও কি এবার পুরুষরা লজ্জা পাবেন?]

আজ, পরিবর্তনের সরকারের সাত বছর পূর্তি৷ পঞ্চায়েত ভোটের বিধিনিষেধ থাকায় দিনটি সেভাবে পালন না করা হলেও নিজের প্রতিক্রিয়া দিতে ভোলেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন সকালে নিজের টুইটারে লেখেন, ‘‘সাত বছর আগে আজকের দিনে বাংলায় বাম জমানার অবসান ঘটিয়ে মানুষ তৃণমূলকে সরকার চালানোর দায়িত্ব দিয়েছিলেন। মা, মাটি, মানুষকে জানাই প্রণাম, সেলাম ও অভিনন্দন।’’

Advertisement

২০১১ সালে এই দিনেই বাংলার জনগণের রায়ে ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটে৷ ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার। ২০১৬ সালে আবারও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফেরেন মমতা ৷

Advertisement

[‘লোকটিকে হস্তমৈথুন করতে দেখেও যারা প্রতিবাদ করেনি তারাও সমান অপরাধী’]

রাজ্য রাজ্যবাসীর উন্নয়নের তিনি কতটা দায়বদ্ধ, তা গত  সাত বছরে প্রমাণ দিয়েছেন তিনি৷ কীভাবে বাংলার সার্বিক উন্নয়ন সম্ভব, ও প্রমাণ করেছেন৷ বামেদের করা ঋণ শোধের জন্য প্রত্যেক বছর বিপুল পরিমাণ অর্থ রাজ্যের কোষাগার থেকে কেটে নিয়ে যাচ্ছে কেন্দ্র৷ তার উপর রাজনৈতিক প্রতিহিংসার কেন্দ্রীয় বঞ্চনা৷

বিরোধীদের লাগাতার কুৎসার মাঝেও এক মুহূর্তের জন্যও থামেনি বাংলার উন্নয়ন৷ বরং বিশ্বের দরবারে সেরার স্বীকৃতি পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘কন্যাশ্রী৷’ সেরা পঞ্চায়েতেরও সম্মান জুটেছে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের শান্তি ফিরেছে জঙ্গলমহলে পাহাড়েও উন্নয়নের হাওয়া। ১০০ দিনের কাজ থেকে শুরু করে কন্যাশ্রী, ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে শুরু করে নির্মল বাংলা অভিযান, ই-গভর্ন্যান্স থেকে কৃষি সব কিছুতেই সেরা বাংলা৷

[জোর করে গাড়ি থেকে নামিয়ে মহিলার শ্লীলতাহানি, অভিযোগ প্রাক্তন স্বামীর বন্ধুর বিরুদ্ধে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ