কলহার মুখোপাধ্যায়: দমদমে ফের দুষ্কতীদের তাণ্ডব। ভোররাতে মালিবাগান এলাকায় এক নির্মীয়মাণ বহুতলের সামনে গুলি চলল। ভাঙচুর করা হল প্রোমোটারের অফিস। ঘটনায় রীতিমতো আতঙ্কিত ওই বহুতলের শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা। এই ঘটনার নেপথ্যে বাবু নায়েক নামে এলাকার এক দুষ্কৃতী থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
[সেনা আধিকারিক পরিচয়ে প্রেম, মহিলার অ্যাকাউন্ট থেকে উধাও ৪ লক্ষ টাকা]
দক্ষিণ দমদমের মালিবাগান এলাকার শ্যামনগর রোডে একটি বহুতল নির্মাণের কাজ চলছে। বহুতলটি তৈরি করছেন শুভায়ু ঘোষ নামে এলাকারই এক প্রোমোটার। রাতে ওই নির্মীয়মাণ বহুতলেই থাকেন শ্রমিকরা। তাঁরা জানিয়েছেন, বুধবার ভোর চারটে নাগাদ বাইকে চেপে সেখানে আসে জনা কয়েক দুষ্কৃতী। কিছু বুঝে ওঠার আগেই ওই বহুতলের সামনে রাস্তায় দাঁড়িয়ে শূন্যে তিন রাউন্ড গুলি চালায় তারা। প্রোমোটারের নামে গালিগালাজ করা হয়, ভাঙচুর চলে বহুতলের নিচে তাঁর অফিসেও। এরপরই চম্পট দেয় দুষ্কৃতীরা। ভোররাতে এমন ঘটনায় রীতিমতো আতঙ্কিত শ্রমিকরা। বুধবার কাজে যোগ দেননি তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমদম থানার পুলিশ।
কিন্তু, মালিবাগান এলাকায় বহুতলের সামনে কারা গুলি চালাল? তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এলাকার কুখ্যাত দুষ্কৃতী বাবু নায়েকের সঙ্গীরাই এই ঘটনা ঘটিয়েছে। গত বছরের অক্টোবরে দমদম পার্কে একটি নির্মীয়মাণ বহুতলের সামনে গুলি চলেছিল। গুলিবিদ্ধ হয়েছিলেন ওই বহুতলের প্রোমোটার। সেই ঘটনায়ও প্রধান অভিযুক্ত হিসেবে বাবু নায়েকের নামে উঠে এসেছিল।
[ তৃণমূলের আগে প্রার্থী ঘোষণা নয়, শাসকদলের মোকাবিলায় নয়া কৌশল বিজেপির