Advertisement
Advertisement
Sukanta Majumdar

শুভেন্দুর পর সুকান্ত, শিখ সম্প্রদায়কে ‘অপমান’ করে এবার বিপাকে বিজেপি সাংসদ

ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ সুকান্তর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে।

Sikh community files complaint against BJP MP Sukanta Majumder
Published by: Sayani Sen
  • Posted:June 15, 2025 5:40 pm
  • Updated:June 15, 2025 5:52 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: শুভেন্দু অধিকারীর পর সুকান্ত মজুমদার। শিখ সম্প্রদায়কে ‘অবমাননা’ করে এবার বিতর্কে জড়ালেন বালুরঘাটের বিজেপি সাংসদ। তাঁর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের শিখ সংগঠনের। ক্ষমা না চাইলে তাঁর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

Advertisement

ঠিক কী করেছেন বিজেপি রাজ্য সভাপতি? রবিবার কলকাতার শ্রী গুরু সিং সভার অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করা হয়। ওই ভিডিওতে দেখা গিয়েছে, কলকাতা পুলিশের প্রিজন ভ্যানে উঠে দাঁড়িয়ে রয়েছেন সুকান্ত মজুমদার। হাওয়াই চপ্পলের কাটআউট বাইরে লক্ষ্য ছোঁড়েন। ওই কাটআউটটি উড়ে গিয়ে এক শিখ ধর্মাবলম্বীর পাগড়িতে লেগে মাটিতে পড়ে যায়। বলে রাখা ভালো, শিখ ধর্মাবলম্বীদের কাছে পাগড়ি অত্যন্ত পবিত্র। এই ভিডিও শেয়ার করে তাই সুকান্ত মজুমদারের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ করেছেন শিখ ধর্মাবলম্বীরা।

রবিবার বিকেলে বাংলার শিখ গুরুদ্বারের প্রতিনিধিরা সাংবাদিক বৈঠক করেন। তাঁরা জানান, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ সুকান্ত মজুমদারের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে। তাঁদের তরফে জানানো হয়েছে, “যদি সুকান্ত মজুমদার ক্ষমা না চান, তাহলে আমরা বিজেপি ও সুকান্ত মজুমদারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন শুরু করব। যখন শুভেন্দু অধিকারী এক শিখ অফিসারকে ‘খলিস্তানি’ বলেছিলেন, তখন আমরা টানা ৩৬ দিন ধরে প্রতিবাদ করেছি। এবার সুকান্ত মজুমদার যদি ক্ষমা না চান, তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলন শুরু করব।”

উল্লেখ্য, এর আগে গত বছরের ফেব্রুয়ারি মাসে উত্তপ্ত সন্দেশখালির পরিস্থিতি পরিদর্শনে যায় বিজেপি বিধায়কদের একটি প্রতিনিধি দল। নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ধামাখালির কাছে বিজেপি প্রতিনিধি দলকে আটকায় পুলিশ। সেই দলে ছিলেন ইনটেলিজেন্স ব্রাঞ্চের স্পেশাল সুপার, আইপিএস অফিসার যশপ্রীত সিং। শিখ সম্প্রদায়ের ওই আইপিএসের মাথায় স্বভাবতই পাগড়ি ছিল। অভিযোগ, আর তা দেখেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নাকি ‘ওটা খলিস্তানি’বলে কটাক্ষ করেন। তাতে খেপে যান ওই পুলিশ অফিসার। পালটা প্রশ্ন করেন, “আমার মাথায় পাগড়ি দেখে খলিস্তানি বলছেন? এ কেমন কথা?” উভয়ের তর্কবিতর্কে ধামাখালির কাছে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সেই ঘটনার জেরে শুভেন্দু অধিকারীকে নাকি সতর্কও করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এবার দেখার সুকান্তর ভাগ্যে কী রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement