Advertisement
Advertisement

Breaking News

Kolkata

দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় ২১ ঘণ্টা বন্ধ জল সরবরাহ, চূড়ান্ত ভোগান্তির আশঙ্কায় বাসিন্দারা

জেনে নিন কবে বন্ধ থাকবে জল সরবরাহ।

South Kolkata will have water shut off on Saturday
Published by: Suhrid Das
  • Posted:January 17, 2025 2:19 pm
  • Updated:January 17, 2025 5:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহান্তে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল বন্ধ থাকছে। আগামিকাল শনিবার এই জল পরিষেবা বন্ধ থাকবে বলে কলকাতা পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে। গার্ডেনরিচ জলপ্রকল্প এলাকায় মেরামতির কাজ চলবে। সেই কারণেই এই পরিষেবা ব্যাহত হচ্ছে বলে খবর। পরিষেবা প্রায় একদিন  বন্ধ থাকায় সাধারণ মানুষ চূড়ান্ত ভোগান্তিতে পড়বেন। সেই কথাও অনুমান করা হচ্ছে।

কলকাতার বিশাল এলাকাজুড়ে আগামিকাল জল পরিষেবা বন্ধ থাকবে বলে জানা গিয়েছে। পুরসভা সূত্রে খবর, শনিবার সকাল ছটা থেকে নটা পর্যন্ত নির্দিষ্ট সময় জল দেওয়া হবে। তারপর দিনভর আর জল পরিষেবা পাওয়া যাবে না। পরদিন রবিবার সকালে নির্দিষ্ট সময় ছটায় ফের জল স্বাভাবিকভাবেই আসবে। সাধারণত কলকাতায় সকাল ও সন্ধ্যা, দুই সময়ে জল দেওয়া হয়। অর্থাৎ এক্ষেত্রে ২১ ঘণ্টা দক্ষিণ কলকাতায় জল বন্ধ থাকবে। কলকাতা পুরসভার ৮,৯,১০,১১,১২,১৩,১৪,১৫,১৬ নম্বর ওয়ার্ডে এই পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। দক্ষিণ কলকাতার পিটিএস থেকে গড়িয়াহাট, কালীঘাট, হাজরা, চেতলা, নিউআলিপুর, গার্ডেনরিচ, তপসিয়া, তিলজলা-সহ বিস্তীর্ণ এলাকায় আগামিকাল জল পাওয়া যাবে না।

Advertisement

শীতকালে মানুষের জলের চাহিদা তুলনামূলকভাবে কম থাকে। এদিকে সামনেই গরমকাল আসছে। গরমে পানীয় জলের চাহিদা এক লহমায় অনেকটাই বেড়ে যায়। বিভিন্ন জায়গায় জলের চাপও কমে যায়। গরমকালে জলের সরবরাহ ঠিক রাখার জন্যই গার্ডেনরিচ জলপ্রকল্পে আগামী কাল কিছু কাজ হবে। পাইপ লাইন মেরামতির কাজ হবে বলে খবর। সেজন্যই এই পরিষেবা ব্যাহত হবে বলে পুরসভার থেকে জানা গিয়েছে। এই প্রকল্প থেকে বজবজ ও মহেশতলা পুরসভা এলাকা থেকেও জল সরবরাহ হয়। ফলে সেখানেও পরিষেবা ব্যাহত হবে বলে খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement