BREAKING NEWS

৪ আশ্বিন  ১৪৩০  শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

পুরসভার স্কুলগুলিতে চালু হবে ‘স্পোকেন ইংলিশ’ ট্রেনিং, চুক্তি জাতীয় স্তরের সংস্থার সঙ্গে

Published by: Sucheta Sengupta |    Posted: April 3, 2023 8:59 am|    Updated: April 3, 2023 9:06 am

Spoken English will be included in KMC schools curriculum, contract with national agency | Sangbad Pratidin

অভিরূপ দাস: প্রাথমিক স্তরে ইংরেজি বন্ধ করেছিল বামেরা। এবার সেই খুঁত ঢেকে খুদেদের ইংরেজিতে চোস্ত করতে প্রসিদ্ধ শিক্ষা সংস্থার সঙ্গে গাঁটছড়া বাধল পুরসভা। ছেলেমেয়েদের জন্য হবে ‘স্পোকেন ইংলিশ’ (Spoken English) ক্লাস। শহরজুড়ে কলকাতা পুরসভার ২২৪টি স্কুল। সেখানকার ছাত্রছাত্রীদের ইংরেজিতে পরিপাটি করতেই এই ব‌্যবস্থা। মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) সম্প্রতি জানিয়েছিলেন, মডেল স্কুল তৈরিতে জোর দিয়েছে কলকাতা পুরসভা। তারই প্রথম ধাপ হিসাবে ‘স্পোকেন ইংলিশ’ শেখানো হবে পুর স্কুলের ছাত্রছাত্রীদের।

কেন এমন উদ্যোগ? শহরজুড়ে অসংখ‌্য ইংরেজি মিডিয়াম স্কুল। মোটা টাকার মাইনের সেসব বিত্তশালী স্কুলে ছেলেমেয়েকে পড়াতে পারেন না দীন-দরিদ্ররা। এদিকে প্রতিযোগিতার বাজারে ইংরেজি না জানলে মুশকিল। শিক্ষাবিদরা বলছেন, ইংরেজি এখন আন্তর্জাতিক যোগাযোগের মাধ‌্যম। উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির পরীক্ষায় সারা দেশের ছাত্রছাত্রীদের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হলে ইংরেজি জানা বাধ‌্যতামূলক। সেদিকে নজর রেখেই ‘টিচ ফর ইন্ডিয়া’-এর সঙ্গে চুক্তি করেছে পুরসভার শিক্ষা বিভাগ। সারা দেশের ৩০ কোটি স্কুলছুট পড়ুয়াকে নিয়ে কাজ করছে এই সংস্থা। পুর স্কুলের ছাত্রছাত্রীদের আধুনিক করতে তাদের সঙ্গে হাত মেলালে কলকাতা পুরসভা (KMC)।

[আরও পড়ুন: ‘রাজু আমার ছোট ভাইয়ের মতো’, শক্তিগড়ে ‘কয়লা মাফিয়া’ খুনে দুঃখপ্রকাশ অর্জুনের]

মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, বাম (Left Front) আমলে প্রাথমিক স্তরে ইংরেজি বন্ধ করে দেওয়া হয়েছিল। অথচ বাম নেতার ছেলেমেয়েরা ইংরেজি মিডিয়াম স্কুলেই পড়াশোনা করতেন। মেয়রের কথায়, ‘‘এতদিন যেটা হয়েছে তা দ্বিচারিতা, সেটা বন্ধ করতেই হবে।” তাঁর যুক্তি, ‘‘আমি আমার পুরসভার আধিকারিক, এখানকার কর্মচারীরা নিজেদের বাচ্চাদের পুরসভার স্কুলে পড়াই না। কারণ আমরা জানি যে ওখানে শিক্ষাদানের মাত্রা ঠিক নয়। অথচ বাড়ির পরিচারিকা, গরিব মানুষরা নিজেদের বাচ্চাদের এই স্কুলে পড়ান। এভাবে তো সেই স্তরের শিশুদের বঞ্চিত করা হচ্ছে।’’ সেই ভাবনা থেকেই পুরসভার স্কুলে শুরু ‘স্পোকেন ইংলিশ’।

[আরও পড়ুন: শক্তিগড়ে হত্যাকাণ্ড: ছিল এক গাড়িতেই, শুটআউটের আগেই দ্রুত নেমে ভিড়ে মেশে ‘ফেরার’ লতিফ]

পুরসভার মোট পনেরোটি স্কুলকে মডেল স্কুলে রূপান্তরিত করা হচ্ছে। উল্লেখযোগ‌্যভাবে ছাত্রছাত্রী বেড়েছে নতুন শিক্ষাবর্ষে। এই মুহূর্তে ২২৪টি পুর স্কুলে ছাত্রছাত্রীর সংখ‌্যা ১৩ হাজার ৬৫২। মেয়র পারিষদ (শিক্ষা) সন্দীপন সাহা জানিয়েছেন, একাধিক কারণ রয়েছে ছাত্রছাত্রী বৃদ্ধির নেপথ্যে। স্মার্ট ক্লাস শুরু হয়েছে পুর স্কুলগুলিতে। সেই ক্লাসে স্মার্ট টিভিতে ক্লাস চলছে। দৃশ‌্য-শ্রাব‌্য (Audio-visual) মাধ‌্যমে পড়াশোনা করছে পড়ুয়ারা। মেয়র পারিষদের কথায়, ”এ ফর অ‌্যাপেল বললেই তার ছবি ভেসে উঠছে টিভিতে। পড়াশোনা অনেক আধুনিক করা হচ্ছে পুর স্কুলগুলিতে।” এই মুহূর্তে পুরসভার বাংলা মাধ‌্যম স্কুল ৭৩টি। ইংরেজি মিডিয়াম স্কুল রয়েছে ৬৭টি। রয়েছে হিন্দি এবং উর্দু মিডিয়াম স্কুলও। ৭৩টি স্কুলের মধ্যে বেশ কিছু বিদ‌্যালয়কে ইংরেজি মাধ‌্যমে রূপান্তরিত করার পরিকল্পনা পাকা। তবে যেগুলি বাংলা মিডিয়াম রয়েছে সেখানকার ছাত্রছাত্রীরা যে ইংরেজিতে কাঁচা থেকে যাবে তেমনটাও নয়। নয়া স্পোকেন ইংলিশ ট্রেনিং পোক্ত করবে প্রায় ১৪ হাজার ছাত্রছাত্রীকে।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে