ফাইল ছবি
গোবিন্দ রায়: SSC গ্রুপ সি ও ডি-র ভাতা নিয়ে কলকাতা হাই কোর্টে ফের মামলা দায়ের। বিচারপতি অমৃতা সিনহার এজলাসেই মামলা দায়ের হয়েছে। সওয়াল জবাবের পর আগের মতো নতুন এই মামলার রায়দানও স্থগিত রাখলেন বিচারপতি।
কলকাতা হাই কোর্টে দায়ের হওয়া নতুন এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে রাজ্য। তাদের বক্তব্য, “ভাতা দেওয়ার সিদ্ধান্তের সঙ্গে মামলাকারীদের স্বার্থ আদৌ জড়িয়ে রয়েছে? কেন মামলাকারীরা ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করবেন?” হাই কোর্টে মামলাকারীদের হয়ে সওয়াল করেন আইনজীবী ফিরদৌস শামিম। তাঁর বক্তব্য, “সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে ওই কর্মীদের। সেই নির্দেশের অন্য মানে করা হচ্ছে। শীর্ষ আদালতের নির্দেশ রয়েছে এমন বিষয়ে আইনসভা বিপরীত সিদ্ধান্ত নিতে পারে না।” আইনজীবীর যুক্তি, “কর দেন এমন যে কোনও নাগরিক ভাতা দেওয়ার সিদ্ধান্তে বিরুদ্ধে মামলা করতে পারেন। জনগণের টাকা কোথায় খরচ হচ্ছে, তা জানার অধিকার রয়েছে। ফলে মামলাকারীদের স্বার্থও জড়িত।” দু’পক্ষের সওয়াল জবাব শোনার পর মামলার রায়দান স্থগিত রাখেন বিচারপতি অমৃতা সিনহা।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের এসএসসি-র প্যানেল বাতিলের জেরে চাকরি খারিজ হয়ে গিয়েছে ২৫,৭৫২ জন শিক্ষক ও অশিক্ষক কর্মীর। শিক্ষকদের নতুন করে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে তৃতীয় ও চতুর্থ শ্রেণি অর্থাৎ অশিক্ষক কর্মীদের জন্য এখনও বিজ্ঞপ্তি জারি হয়নি। এই সময়ের জন্য সরকারি কোষাগার থেকে তাঁদের যথাক্রমে ২৫ হাজার ও ২০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে একের পর এক মামলা দায়ের হচ্ছে হাই কোর্টে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.