Advertisement
Advertisement

Breaking News

‘কুরুক্ষেত্র’-এর যুদ্ধে শাসককে পরাস্ত করতে হবে, দলীয় কর্মীদের বার্তা দিলীপের

কর্মসমিতির বৈঠকে আর কী বললেন বঙ্গ বিজেপির সভাপতি?

State BJP Prez. Dilip Ghosh critisized TMC
Published by: Tanujit Das
  • Posted:September 15, 2018 4:26 pm
  • Updated:September 15, 2018 4:26 pm

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গেরুয়া শিবিরের লড়াইকে ‘কুরুক্ষেত্র’-এর যুদ্ধের সঙ্গে তুলনা করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ কর্মীদের বার্তা দিলেন, কোনও শর্তেই জমি ছাড়া যাবে না৷ শাসকের বিরুদ্ধে মাটি কামড়ে পড়ে থাকতে হবে৷ পাশাপাশি, লোকসভার আগে রাজ্যস্তরের সমস্ত নেতা-কর্মীদের ময়দানে নামার নির্দেশ দেন রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়৷ বলেন, এনআরসি নিয়ে রাজ্যের শাসকদল মানুষের মধ্যে যে ভ্রান্ত ধারনা তৈরি করেছে তা মেরামত করতে হবে৷

[এক টিকিটে চতুর্থী থেকেই ঠাকুর দেখা! ব্যাপারটা কী?]

Advertisement

সম্প্রতি রাজধানীতে হয়ে গিয়েছে কেন্দ্রীয় বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক৷ আসন্ন লোকসভাকে টার্গেট করে সেখানেই রাজ্য নেতৃত্বকে বেশকিছু গুরুত্বপূর্ণ টোটকা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ সেই টোটকাই জেলা ও ব্লক স্তরে ছড়িয়ে দিতে তৎপর রাজ্য বিজেপি নেতারা৷ এদিন বক্তৃতার প্রথম থেকেই রাজ্যের শাসকদলের বিরুদ্ধে মারমুখী ছিলেন দিলীপ ঘোষ৷ পঞ্চায়েত নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি চাঙ্গা করতে চান দলের জেলা ও ব্লক স্তরের কর্মীদের৷ অভিযোগ করেন, পঞ্চায়েতে ব্যাপক তাণ্ডব চালিয়েছে শাসকদল৷ তাঁদের নেতা-কর্মীদের খুন করা হয়েছে, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে৷ তাঁর দাবি, এত তাণ্ডবের পরেও পঞ্চায়েতের ফলাফলে বিরোধী আসন দখল করেছে গেরুয়া শিবির৷ প্রতিটি জেলায় কম বেশি চল্লিশ শতাংশ ভোট পেয়েছে বিজেপি৷ বুঝিয়ে দেন, আগামী লোকসভা নির্বাচনে রাজ্য থেকে ২২টি পেতে কতটা ব্যাকুল কেন্দ্রীয় বিজেপি এবং তাঁদের এই লক্ষ্য পূরণের জন্য ঠিক কোন পথে এগোন উচিত রাজ্য বিজেপির নেতা-কর্মীদের৷

Advertisement

[এলপিজি কেলেঙ্কারিতে ধৃত নেতার পাশে বঙ্গ বিজেপি, দিলীপের মন্তব্যে বিতর্ক]

এরপরেই শাসকের বিরুদ্ধে বিজেপি-র লড়াইকে ‘কুরুক্ষেত্র’-এর যুদ্ধ বলে তুলনা করেন রাজ্য বিজেপি সভাপতি৷ তিনি বলেন, ”এতদিন ‘সঞ্জয়’-এর ভূমিকা পালন করলেও, এবার অর্জুনের ভূমিকার রণক্ষেত্রে অবতীর্ণ হতে হবে”৷ প্রতিটি কর্মীকে অর্জুনের মতো সাহস ও শক্তি সঞ্চয়ের নির্দেশ দেন তিনি৷ দলের নেতা-কর্মীদের নির্দেশ দেন পদ ও নেতার পিছনে না ছুটে মানুষের সঙ্গে জনসংযোগ বাড়ানোর৷ উনিশের জয় দিয়েই একুশে রাজ্যের শাসকদলের পতন নিশ্চিত করতে বলেন তিনি৷ পাশাপাশি, আগামী পনেরো দিন ধরে এনআরসি ইস্যুতে রাজ্য বিজেপির নেতাদের প্রচারের নির্দেশ দেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়৷ তিনি বলেন, অনুপ্র্রবেশের বিরুদ্ধে তৃণমূলের পালটা প্রচার করতে হবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ